|
ফলো করুন |
|
|---|---|
নতুন স্বায়ত্তশাসিত সংস্থা হচ্ছে জনবান্ধব তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রকল্প অ্যাসপায়ার টু ইনোভেইট (এটুআই)। পরিবর্তন হচ্ছে প্রকল্পটির নামেরও। এ লক্ষ্যে এজেন্সি টু ইনোভেইট (এটুআই) নামে একটি সংস্থা করার জন্য এ সংক্রান্ত আইনের খসড়ায় সোমবার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ব্যবসাভিত্তিক ‘স্বায়ত্তশাসিত’ ও ‘স্বনির্ভর’ সংস্থা হবে এটুআই। ১৭ সদস্যবিশিষ্ট পরিচালনা পর্ষদ থাকবে এর। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীসহ শীর্ষ কর্মকর্তাদের ‘উন্মুক্ত মার্কেট’ থেকে নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি শুরু হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ২০১৮ সালে এটুআই প্রোগ্রামকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে ন্যস্ত করা হয়। ২০২০ সালে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)-এর নাম পরিবর্তন করে অ্যাসপায়ার টু ইনোভেইট (এটুআই) রাখা হয়।
