Logo
Logo
×

আইটি বিশ্ব

মাস্কের সোশ্যাল মিডিয়া এক্সডটকম!

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

টুইটারের সঙ্গে উত্তপ্ত আইনি লড়াইয়ের মধ্যেই একটি টুইটে নতুন সোশ্যাল মিডিয়া সাইট চালু করার বিষয়ে ‘টিজ’ করেছেন ইলন মাস্ক। টেসলারের প্রধান নির্বাহী তার ১০৩ মিলিয়ন ফলোয়ারের মধ্যে একজনের প্রশ্নের উত্তর দেওয়ার সময় সাইটের নামও প্রকাশ করেছেন।

প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশেবল জানিয়েছে, টেসলা ওনার্স সিলিকন ভ্যালি নামে ওই ফলোয়ারের প্রশ্ন ছিল, ‘আপনি কি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করার কথা চিন্তা করছেন? যদি আপনি টুইটার না বুঝে পান, তাহলে কি হবে?’

উত্তরে ইলন মাস্ক বলেছিলেন, ‘এক্স ডট কম’। তাহলে কি টুইটারকে টেক্কা দিতে এক্স ডট কম নামের নতুন কোনো সোশ্যাল মিডিয়া সাইট খুলছেন তিনি? জানা গেল, এই এক্স ডট কম সাইট নতুন কোনো ওয়েবসাইট নয়। ১৯৯৯ সালে এ নামে একটি ডোমেইন কিনেছিলেন ইলন মাস্ক। যা পরে আর্থিক পরিষেবা প্রদানকারী সংস্থা পেপ্যাল সঙ্গে যুক্ত হয়। ২০১৭ সালে পেপ্যালের কাছ থেকে ইলন মাস্ক আবার ডোমেইনটি কিনে নেন।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম