Logo
Logo
×

আইটি বিশ্ব

‘সম্ভব’ অ্যাপে চাকরির খোঁজ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২২, ০১:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের ব্যাপক জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের পূর্বশর্ত নিজেদের শ্রমবাজারের জন্য সঠিকভাবে প্রস্তুত করা। এই প্রয়োজনীয়তাকে সামনে রেখে চাকরির তথ্য প্রদানের পাশাপাশি বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে সম্ভব অ্যাপ।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও বিশ্বব্যাংকের গবেষণা অনুযায়ী, দেশে প্রতি বছর গড়ে প্রায় ২০ লাখের বেশি নতুন চাকরিপ্রার্থী শ্রমবাজারে প্রবেশ করে। এ বিপুল পরিমাণ চাকরিপ্রার্থীর কর্মসংস্থানের জন্য সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান। তারই ধারাবাহিকতায় চাকরিপ্রার্থীদের কর্মসংস্থান ও অর্থনৈতিক মুক্তির অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করে যাচ্ছে অ্যাপটি।

মূলত সম্ভব একটি সামাজিক স্টার্ট-আপ, যা স্বয়ংক্রিয় ম্যাচ মেকিং প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের ক্রমবর্ধমান চাকরিপ্রার্থী ও নিয়োগকারীদের মাঝে একটি সংযোগ স্থাপন করে দেয়। দেশে বড় পরিসরে চাকরির সুযোগ সৃষ্টি ও পেশাদার নেটওয়ার্কিং গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এ প্ল্যাটফরমটি। স্মার্টফোনে সম্ভব অ্যাপটি ইনস্টল করে কয়েকটি ট্যাপের মাধ্যমেই চাকরিপ্রার্থীরা যোগ্যতা ও পছন্দ অনুযায়ী উপযুক্ত কাজগুলো খোঁজা শুরু করতে পারবেন, যা তাদের ক্যারিয়ারকে এগিয়ে নিতে সাহায্য করবে। ইতোমধ্যে হাজার হাজার চাকরিপ্রার্থীদের কাক্সিক্ষত চাকরির তথ্য প্রদানের মাধ্যমে চাকরি খুঁজে পাওয়ার দ্রুত ও নির্ভরযোগ্য অ্যাপ হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করেছে সম্ভব। গুগল প্লে স্টোর

থেকে বিনামূল্যে এ অ্যাপ ডাউনলোড করতে পারবেন চাকরিপ্রার্থীরা। সম্ভব (shomvob.co) ওয়েবসাইট থেকে অথবা ০১৪০০৪০৯১৪৩ নাম্বারে কল করে জব পোস্টের মধ্যমে নিয়োগদাতারা খুঁজে পাবেন সঠিক কর্মী।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম