Logo
Logo
×

আইটি বিশ্ব

মজিলার ঘরে অ্যাক্টিভ রেপ্লিকা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ব্যবহারকারীদের মেটাভার্স অভিজ্ঞতা দিতে ‘অ্যাক্টিভ রেপ্লিকা’ অধিগ্রহণ করেছে মজিলা। গত ৩০ নভেম্বর এ তথ্য নিশ্চিত করেছে ব্রাউজার জায়ান্টটি। খবর টেকক্রাঞ্চ।

অ্যাক্টিভ রেপ্লিকা সাধারণত ওয়েবভিত্তিক মেটাভার্স তৈরি করে। মজিলার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইমো উদম বলেন, অ্যাক্টিভ রেপ্লিকা মজিলা হাবের চলমান কাজের সঙ্গে যুক্ত হবে। পরবর্তী সময়ে ভিআর চ্যাটরুম পরিষেবা এবং ওপেন সোর্স প্রকল্পের কাজগুলোয় সহযোগিতা করবে।

অ্যাক্টিভ রেপ্লিকা টিম মূলত বিশেষায়িত সাবস্ক্রিপশন স্তরগুলোয় কাজ করবে। এ ছাড়া অনবোর্ডিং অভিজ্ঞতা উন্নয়ন ও মজিলার হাবগুলোয় নতুন ইন্টারঅ্যাকশন ক্ষমতা যোগ করবে। অধিগ্রহণের আগে অ্যাক্টিভ রেপ্লিকা প্রকাশ্যে তাদের প্রতিষ্ঠানের বাইরের তহবিল নিয়ে কখনো ঘোষণা দেয়নি।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম