Logo
Logo
×

আইটি বিশ্ব

উদ্ভাবনের মাধ্যমে এসএমইকে ইউএনডিপির সহায়তা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

উদ্ভাবনের মাধ্যমে এসএমইকে ইউএনডিপির সহায়তা

টেকসই প্রবৃদ্ধি সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশি এসএমই-কে ক্ষমতায়নে সহায়তা করবে ইউএনডিপি। মঙ্গলবার ১৩ ডিসেম্বর এ লক্ষ্যে দুই সপ্তাহব্যাপী ‘ইনোভেশন ইন এসএমই এক্সপোর্ট রেডিনেস অ্যান্ড এলডিসি গ্র্যাজুয়েশন প্রোগ্রাম’ শেষ হয়। দুই সপ্তাহব্যাপী চলা এ প্রোগ্রাম সেন্সমেকিং ওয়ার্কশপ, এক্সপোর্ট রেডিনেস ট্রেনিং, ম্যাচমেকিং সেশন এবং প্যানেল আলোচনাসহ চূড়ান্ত অনুষ্ঠান তিনটি ধাপে সম্পন্ন হয়।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন ড. মো. মাসুদুর রহমান বলেন, ‘বিশ্ব অর্থনীতির এ সংকটময় মুহূর্তে আমাদের এসএমই উদ্যোক্তারা কীভাবে কাজ করবে তা নিয়ে নিয়ে আমি উদ্বিগ্ন। যেহেতু আমাদের দেশ ২০২৬ সালে স্বল্পোন্নত দেশে থেকে উন্নিত হতে চলেছে, রপ্তানি অধ্যুষিত অর্থনীতির প্রেক্ষাপটে আমাদের এসএমই উদ্যোক্তাদের সহায়তা দেওয়ার জন্য আমি ইউএনডিপি বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই। মাসুদুর রহমান আরও বলেন, ‘বিশেষ ধন্যবাদ সাধারণ নারীদের যারা নিরলসভাবে তাদের পরিবারকে সহায়তা করার পাশাপাশি আমাদের দেশের অর্থনীতিতে সক্রিয়ভাবে অবদান রাখছেন।

আইটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম