Logo
Logo
×

আইটি বিশ্ব

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেট রিপোর্ট

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২২, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস আপডেট রিপোর্ট

মেটা মালিকানাধীন মেসেজিং প্ল্যাটফরম হোয়াটসঅ্যাপ ডেস্কটপ বেটা ভার্সনে স্ট্যাটাস আপডেট রিপোর্টের ফিচার আনতে কাজ করছে। স্ট্যাটাস সেকশন থেকে নতুন মেনুর অধীনে ব্যবহারকারীরা স্ট্যাটাস আপডেটের রিপোর্ট করতে পারবে।

মেসেজিং প্ল্যাটফরমে আগে ব্যবহারকারীরা নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক কোনো স্ট্যাটাস আপডেট দেখতে পেলেও রিপোর্ট বা অভিযোগ জানাতে পারত না। নতুন ফিচারটি চালু হলে মডারেশন টিমের কাছে তাৎক্ষণিকভাবে অভিযোগ জানানো যাবে। মেসেজ রিপোর্টের মতো স্ট্যাটাস আপডেটের বিষয়টিও প্রতিষ্ঠানটির কাছে পাঠানো হবে। এরপর স্ট্যাটাসে ক্ষতিকর কোনো উপাদান আছে কিনা তা যাচাই করা হবে। তবে এ ফিচারের কারণে এন্ড-টু-এন্ড এনক্রিপশনের কোনো ক্ষতি হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শুধু হোয়াটসঅ্যাপ কেন, মালিকানা প্রতিষ্ঠান মেটার পক্ষেও কোনো ব্যবহারকারীর মেসেজ দেখা বা প্রাইভেট কলের কথোপকথন শোনার সক্ষমতা নেই। তবে প্ল্যাটফরমকে নিরাপদ ও সুরক্ষিত রাখার জন্য রিপোর্ট অপশন চালু করা প্রয়োজন বলে মনে করছে প্ল্যাটফরমটি।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আপডেট রিপোর্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম