Logo
Logo
×

আইটি বিশ্ব

হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট বন্ধ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট বন্ধ

মেসেজিং প্লাটফরম হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে। ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি অফিসিয়াল বা প্রাতিষ্ঠানিক যোগাযোগ, ফাইল আদান-প্রদানসহ বিভিন্ন কাজে সবাই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকে।

হোয়াটসঅ্যাপ চ্যাট অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপটেড হলেও ব্যবহারকারীরা চ্যাটের স্ক্রিনশট নিয়ে ফায়দা নেন। চ্যাটের এ স্ক্রিনশট নেওয়া বন্ধ করতে উদ্যোগী হলো মেটার মালিকানাধীন প্রতিষ্ঠানটি। চ্যাটের স্ক্রিনশট বন্ধ করতে কড়াকড়ি শুরু করেছে মেসেজিং অ্যাপটি। এতদিন পর্যন্ত ভিউ ওয়ান্স মেসেজে স্ক্রিনশট নিতে পারতেন ব্যবহারকারী।

ফলে তা শেয়ারও করতে পারতেন অন্যদের সঙ্গে। তবে সেই পলিসিতে বদল এনেছে হোয়াটসঅ্যাপ। এখন থেকে আর তোলা যাবে না ভিউ ওয়ান্স মেসেজের স্ক্রিনশট।

প্রাপক যখনই ভিউ ওয়ান্স মেসেজের স্ক্রিনশট নেওয়ার চেষ্টা করবে, সঙ্গে সঙ্গে কালো হয়ে যাবে স্ক্রিনটি। একটি মেসেজ পপও আসবে সঙ্গে সঙ্গে। যেখানে এ মর্মে তাকে জানানো হবে, নিয়ম ভেঙে স্ক্রিনশট তোলার চেষ্টা করছেন সেই ব্যক্তি। যার অনুমতি দেয় না হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম