Logo
Logo
×

আইটি বিশ্ব

মার্কিন কংগ্রেসের মুখোমুখি হবেন টিকটক প্রধান

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নানা কারণে বিতর্কিত ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক নিয়ে মার্কিন নিয়ন্ত্রকদের তদন্তের কারণে যুক্তরাষ্ট্রের ‘এনার্জি অ্যান্ড কমার্স কমিটি’র কাছে সাক্ষ্য দেবেন প্ল্যাটফর্মটির প্রধান নির্বাহী শৌ জি চ্যু। ২৩ মার্চ এ সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত হয়েছে। এটি কংগ্রেশনাল কমিটির সামনে চ্যুর প্রথম হাজিরা। সম্প্রতি এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন কমিটির মুখপাত্র ও প্যানেলের প্রধান রিপাবলিকান দলীয় জনপ্রতিনিধি ক্যাথি ম্যাকমরিস। জাতীয় নিরাপত্তা শঙ্কায় যুক্তরাষ্ট্রে টিকটক ব্যবহার বন্ধের লক্ষ্যে তৈরি এক বিল নিয়ে মার্কিন ‘হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি’ আগামী মাসে ভোটের খবরের মধ্যেই এ তথ্য এলো। ম্যাকমরিস রজার্স বলেন, ‘মার্কিন ব্যবহারকারীদের ডেটায় চাইনিজ কমিউনিস্ট পার্টিকে জেনে বুঝে প্রবেশাধিকার দিয়েছে বাইটডান্স মালিকানাধীন টিকটক।’ তিনি আরও যোগ করেন, মার্কিন নাগরিকদের জানার অধিকার আছে কীভাবে এসব কার্যক্রম তাদের প্রাইভেসি ও ডেটা সুরক্ষার ওপর প্রভাব ফেলে। চ্যুর সাক্ষ্য দেওয়ার বিষয়টি সোমবার নিশ্চিত করেছে টিকটক। রয়টার্স।

টিকটকের এক মুখপাত্র বলেন, টিকটক, বাইটড্যান্স ও মার্কিন জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রশ্নে ‘এনার্জি অ্যান্ড কমার্স’ সংশ্লিষ্ট হাউজ কমিটির সামনে সমাধানের সুযোগকে আমরা স্বাগত জানাই। তিনি আরও বলেন, ‘টিকটক যে মার্কিন ব্যবহারকারীদের ডেটায় চাইনিজ কমিউনিস্ট পার্টির প্রবেশাধিকার দিয়েছে রিপাবলিকান ম্যাকমরিস রজার্সের ওই দাবির কোনো সত্যতা নেই।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম