Logo
Logo
×

আইটি বিশ্ব

চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী আনছে গুগল

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ওপেনএআই-এর কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটজিপিটি বর্তমানে প্রযুক্তি খাতের অন্যতম আলোচ্য বিষয়।

শিগ্গির চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ল্যামডা’ আনার ঘোষণা দিয়েছে অ্যালফাবেট ইন্টারন্যাশনাল ও গুগলের সিইও সুন্দর পিচাই। এটি চ্যাটজিপিটির মতোই এআই বেসড লার্জ ল্যাঙ্গুয়েজ মডিউল। যারা সংরক্ষিত বিভিন্ন ডেটা দ্বারা প্রশিক্ষিত। সুন্দর পিচাইয়ের মতে, ল্যামডা চলতি সপ্তাহ ও চলতি মাসেই সাধারণের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে। সম্প্রতি গুগলের চতুর্থ প্রান্তিকের আয়-ব্যয় রিপোর্ট প্রদর্শন সংক্রান্ত এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এতে সুন্দর পিচাই বলেন, ব্যবহারকারীরা খুব দ্রুতই গুগলের এআই সেবা গ্রহণ করতে পারবেন। যা ব্যবহারকারীদের কাছে অনেকটা ‘চ্যাম্পিয়ন’ এর মতো মনে হবে। তিনি বলেন, আমরা গুগলের এআই উন্মুক্ত করার একদম দ্বারপ্রান্তে রয়েছি। মূলত গত বছরের শেষ দিকে মাইক্রোসফট তাদের চ্যাটজিপিটি উন্মুক্ত করায় রীতিমতো হুমকির মুখে পড়েছে গুগলের ব্যবসায়। তখন থেকেই প্রতিষ্ঠানটি চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী হওয়ে উঠতে মরিয়া হয়ে উঠেছে। সেই ধারাবাহিকতায় এবার তাদের এআই প্রজেক্ট ল্যামডাকে সামনে আনতে যাচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম