Logo
Logo
×

আইটি বিশ্ব

ইনস্টাগ্রামে অর্থের বিনিময়ে মিলবে ব্লু টিক!

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাইক্রোব্লগিং সাইট টুইটারের মতো ইনস্টাগ্রামেও আসছে সাবস্ক্রিপশন প্ল্যান। নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে মিলবে ব্লু টিক। সামাজিক যোগাযোগের এ মাধ্যমটির সাম্প্র্রতিক কর্মকাণ্ড এমনই ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজি চলতি সময়ে একটি কোডের সন্ধান পেয়েছেন। যা ইঙ্গিত দেয় ইনস্টাগ্রাম এবং ফেসবুক একটি পেইড ভেরিফিকেশন ফিচার নিয়ে কাজ করছে। রিপোর্ট অনুযায়ী, কোডটিতে 'IG-NME-PAID-BLUE- BADGE-IDV' এবং 'FB-NME-PAID- BLUE BADGE-IDV' লেখা আছে বলে জানা গেছে। যা ব্যবহারকারীদের আইডেন্টিটি ভেরিফিকেশনের সঙ্গে সম্পর্কিত বলেই মনে করা হচ্ছে। তবে আগামী দিনে ইনস্টাগ্রাম পেইড ভেরিফিকেশন ফিচার রোলআউট করবে কি না, সে সম্পর্কে মেটা এখনো পরিষ্কার করে কিছু জানায়নি।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম