Logo
Logo
×

আইটি বিশ্ব

ইউটিউব ‘গো লাইভ টুগেদার’

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউব স্মার্টফোন থেকেই একজন অতিথিকে নিয়ে লাইভে যাওয়ার সুযোগ নিয়ে এসেছে। কনটেন্ট নির্মাতাদের জন্য চালু করল ‘গো লাইভ টুগেদার’ ফিচার। ইউটিউবের হালানাগাদ সুবিধা নিয়ে টিম ইউটিউব টুইটার অ্যাকাউন্টের বার্তায় বলা হয়, সহজে ‘কো-স্ট্রিম’ চালুর জন্য এসেছে গো লাইভ টুগেদার।

এতে অতিথিকে আমন্ত্রণ জানানো যাবে। সবকিছুই হবে স্মার্টফোনে। ৫০-এর বেশি গ্রাহক হলেই যে কোনো নির্মাতা কো-স্ট্রিম আয়োজন করতে পারবেন। তবে অতিথি হতে পারবেন যে কোনো একজন ব্যক্তি। এখন এটি শুধু স্মার্টফোন থেকে ব্যবহারের সুযোগ থাকলেও ভবিষ্যতে কম্পিউটারের জন্যও ফিচারটি চালু করতে কাজ করছে ইউটিউব কর্তৃপক্ষ। এরই মধ্যে অ্যানড্রয়েড এবং আইফোনে ইউটিউবের এ হালনাগাদ করা ফিচারটি চালু হয়েছে।

স্মার্টফোনের অ্যাপে ক্রিয়েটর সেকশনে গো লাইভ বাটন থেকে এ ফিচারটি ব্যবহার করা যাবে।

অ্যাপের নিচে থাকা প্লাস আইকনে ট্যাপ করে গো লাইভ টুগেদার থেকে কো-স্ট্রিমিং চালু করতে পারবেন নির্মাতারা। শুধু স্মার্টফোন দিয়ে এ ফিচার ব্যবহারের সুযোগ থাকলেও কম্পিউটার দিয়ে লাইভের সময় আগেই নির্ধারণ করা যাবে। অর্থাৎ কনটেন্ট নির্মাতারা গেস্টসহ লাইভ স্ট্রিমিং শিডিউল করার সুযোগ পাবেন। এ লাইভ স্ট্রিমে বিজ্ঞাপন প্রদর্শিত হলে এর অর্থ আয়োজক বা হোস্ট পাবেন। আর লাইভ স্ট্রিমটি শুধু হোস্টের চ্যানেলেই দেখা যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম