Logo
Logo
×

আইটি বিশ্ব

চ্যাটজিপিটির বিকল্প আনল বাইদু

আর্নি বটে হতাশ বিনিয়োগকারীরা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রযুক্তি বিশ্বে একের পর এক ঝড় তুলে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহৃত চ্যাটবট চ্যাটজিপিটি। এ চ্যাটবটকে টেক্কা দিতে মাইক্রোসফট, গুগলসহ প্রযুক্তি বিশ্বের জায়ান্ট প্রতিষ্ঠানগুলো উঠে পড়ে লেগেছে। সেই ধারাবাহিকতায় এবার চীনের জনপ্রিয় সার্চ ইঞ্জিন বাইদু ‘আর্নি বট’ প্রকাশ্যে এনেছে।

এর ‘আর্নি’ শব্দের পূর্ণ রূপ ‘এনহ্যান্সড রিপ্রেজেন্টেশন থ্রু নলেজ ইন্টিগ্রেশন)। বিগত দশক থেকেই এটি তৈরির কাজ শুরু করে বাইদু। এটি প্রথম উন্মোচন করা হয় ২০১৯ সালে।

বহুল প্রতীক্ষিত চ্যাটবটটির উন্মোচন বিলম্বিত হওয়ার কারণে এর বিনিয়োগকারীরা হতাশ প্রকাশ করেছেন। স্বাভাবিকভাবেই যা বাইদুর শেয়ারেও নেতিবাচক প্রভাব ফেলে। রয়টার্স।

আলফাবেট ইনকরপোরেশনের বৈশ্বিক সার্চ জায়ান্ট গুগলের ই-মেইল ও ক্লাউড সফটওয়্যারের জন্য এআই টুল নিয়ে আসার দুদিন পর বাইদুর চ্যাটবটের সঙ্গে পরিচয় করিয়ে দেয়।

প্রায় ঘণ্টাব্যাপী উন্মোচন অনুষ্ঠানটি থেকে খানিকটা আভাস পাওয়া যায় যে, মার্কিন ওপেন এআইয়ের বিপরীতে চীনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার কেমন হতে পারে।

যদিও বাইদুর চ্যাটবট মাইক্রোসফটের চ্যাটজিপিটির মতো নয়। এটি উন্মোচনের সময় যে সংক্ষিপ্ত ভিডিওগুলো দেখানো হয় তাতে দেখা যায়, আর্নি গাণিতিক গণনা করছে, চীনা উপভাষায় কথা বলছে এবং টেক্সটসহ ছবি ও ভিডিও তৈরি করছে।

বাইদুর প্রধান নির্বাহী রবিন লি বলেন, ‘আর্নি বটের সর্বশেষ সংস্করণের সক্ষমতা জিপিটি-৪-এর কাছাকাছি। এটি কেবল দুদিন আগেই প্রকাশ পেয়েছে। নতুন এ চ্যাটবটের ‘নলেজ গ্রাফে’ প্রায় ৫৫ হাজার কোটি তথ্য রয়েছে। তবে এগুলো মূলত তৈরি হয়েছে চীনা বাজার বিবেচনায় নিয়ে। ফলে ব্যবহারকারীকে বিভিন্ন চীনা বাগধারার তালিকা দিতে পারলেও এটি এমন অনেক প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে না, যেগুলো চীনের বাইরের কোনো জায়গার সঙ্গে সম্পর্কযুক্ত।’

চীনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, বৃহস্পতিবার থেকে আমন্ত্রণ কোডসহ ব্যবহারকারীদের মধ্যে প্রাথমিক একটি গোষ্ঠীকে ট্রায়ালের জন্য এটি উন্মুক্ত করা হয়েছে। তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান বাইদুর ক্লাউড প্লাটফরমের মাধ্যমে তাদের পণ্যগুলোয় বট যুক্ত করার আবেদন করতে পারবে।

তবে প্রধান নির্বাহী রবিন লি যখন চ্যাটবটির উন্মোচন অনুষ্ঠান সঞ্চালনা করছিলেন, তখন বাইদুর হংকংয়ের শেয়ার ১০ শতাংশের মতো পড়ে যায়, শেষমেশ তা ছয় দশমিক চার শতাংশে গিয়ে পৌঁছে। সব মিলিয়ে চীনা সার্চ ইঞ্জিন জায়ান্টটির বাজারমূল্য কমেছে ৩০০ কোটি ডলার।

মর্নিংস্টারের বিশ্লেষক কাই ওয়াং বলেন, ‘রবিন লির উপস্থাপনাটি একঘেয়ে। মনে হয়েছে পুরোটাই মুখস্থ করে এসেছেন। দর্শক আসলে পারস্পরিক মিথস্ক্রিয়াভিত্তিক একটি সেশনের জন্য অপেক্ষা করেছিল।

এর আগে চ্যাটজিপিটির সঙ্গে পাল্লা দিতে নিজস্ব চ্যাটবট আনার ঘোষণা দেয় গুগল। নতুন এ চ্যাটবটের নাম ‘বার্ড’। এ চ্যাটবট নিজস্ব ল্যাঙ্গুয়েজ মডেলের সঙ্গে বিভিন্ন বিষয়ের তথ্য যুক্ত করে ব্যবহারকারীকে উত্তর দেবে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকইব্লগের প্রতিবেদন অনুযায়ী, ডায়ালগ অ্যাপ্লিকেশনের জন্য ‘ভাষা মডেল’ (ল্যামডা) প্রায় দুই বছর আগে উন্মোচন করা হয়েছিল। বার্ড এ মডেলগুলোর মাধ্যমেই বিভিন্ন প্রশ্নের উত্তর দেবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম