Logo
Logo
×

আইটি বিশ্ব

টু-ফ্যাক্টর সুবিধা পাবেন শুধু ব্লু সাবস্ক্রাইবাররা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এখন থেকে টুইটারে ব্লু টিক সাবস্ক্রাইবারদের জন্যই মিলবে টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সুবিধা। পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল থেকে বন্ধ হয়েছে অনেক ব্যবহারকারীর বিনামূল্যে পাওয়া এ সুবিধা। কোনো ব্যবহারকারী টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সুবিধা পেতে চাইলে তাকে আগে ব্লু টিক সেবায় সাবস্ক্রাইব করতে হবে। গত ফেব্রুয়ারিতে টু-ফ্যাক্টর অথেনটিকেশনের সুবিধার জন্য বাড়তি অর্থ খরচ করতে হবে বলে ঘোষণা দেয় টুইটার। সেই ঘোষণা অনুযায়ী ২০ মার্চ থেকে কার্যকর হলো নতুন এ নিয়ম। অনলাইনে নিরাপত্তা বাড়ানোর অংশ হিসাবে টু-ফ্যাক্টর অথেনটিকেশন একটি অপরিহার্য নিরাপত্তাব্যবস্থা। কোনো অ্যাকাউন্টে টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করলে সেই অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা থেকে রক্ষা করা যায়। টুইটার অ্যাকাউন্টে ‘টু ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু করা থাকলে ব্যবহারকারীর অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ড হ্যাকার জেনে গেলেও হ্যাকার ওই অ্যাকাউন্টের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ, হ্যাকার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করলেও টুইটার হ্যাকারকে একটি নতুন ওয়েবপেজে নিয়ে যাবে। যেখানে হ্যাকারকে একটি ‘ভেরিফিকেশন কোড’ দিতে বলা হবে। সেই কোডটি মূলত ব্যবহারকারীর ফোন নম্বরে আসবে। যে কোডটি ব্যবহারকারী ছাড়া আর কারও জানার সুযোগ থাকবে না। সেই ভেরিফিকেশন কোডটি হ্যাকার না পেলে সে কোনোভাবেই সেই টুইটার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম