Logo
Logo
×

আইটি বিশ্ব

নতুন প্রযুক্তি

থ্রিডি প্রিন্টারে মেরামত হবে শরীরের টিস্যু

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিডনির ‘ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস’র (ইউএনএসডব্লিউ) গবেষকরা এক নমনীয় থ্রিডি বায়োপ্রিন্টার তৈরি করেছেন, যা সরাসরি অঙ্গ বা টিস্যুর ওপর বিভিন্ন জৈব উপাদানের আলাদা ‘লেয়ার’ তৈরি করে দিতে পারে। এ ব্যবস্থায় বায়োপ্রিন্টিংয়ের অন্যান্য প্রক্রিয়ার বিপরীতে শরীরে সরঞ্জাম প্রবেশ কমিয়ে আনা যাবে, যা সম্ভবত বড় পরিসরে অস্ত্রোপচার বা অঙ্গ অপসারণের মতো বিষয়গুলো এড়াতে সাহায্য করবে বলে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট। ‘এফথ্রিডিবি’ নামে পরিচিত এ প্রিন্টারের একটি কোমল রোবটিক বাহু রয়েছে, যা জ্যান্ত কোষওয়ালা বিভিন্ন জৈব উপাদান ও ক্ষতিগ্রস্ত অভ্যন্তরীণ অঙ্গ বা টিস্যুতে জুড়ে দিতে পারে। এর ‘সর্পিল’ গঠন মুখ বা মলদ্বারের মাধ্যমে মানব শরীরে প্রবেশ করে, যেখানে একজন পাইলট/সার্জন হাতের বিভিন্ন সংকেতের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশের দিকে যাওয়ার দিকনির্দেশনা দেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম