Logo
Logo
×

আইটি বিশ্ব

এক প্ল্যাটফরমে একশর বেশি সার্ভিস

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তথ্যপ্রযুক্তি ও যান্ত্রিক যুগে হাতের মধ্যে থাকা ফোন বা ল্যাপটপের কয়েকটি ক্লিক-এ নিমিষের মধ্যেই যে কোনো সমস্যার সমাধান করা যাচ্ছে।

কর্মব্যস্ত জীবনে মানুষকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। বাসার ফ্রিজ কাজ করছে না? ওভেনের সুইচ নষ্ট? বৈদ্যুতিক লাইনে ত্রুটি বা বাথরুম/ কিচেনের প্লাম্বিংয়ের গণ্ডগোল? এসব জটিল সমস্যার সমাধান দিতে সব ধরনের ফ্যাসিলিটি মাইন্টেনেন্স সার্ভিস যেমন ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, এসি সার্ভিসিং, গ্যাস টেকনিশিয়ান, ওয়াটার ট্যাপ, ট্যাঙ্ক সার্ভিসিং থেকে শুরু করে প্রফেশনাল বাসা/অফিস বদল সার্ভিস, CCTV সেটআপ, কমার্শিয়াল স্পেস ডিপ ক্লিনিংসহ শতাধিক নিত্যপ্রয়োজনীয় সার্ভিস পেয়ে যাচ্ছেন ‘পশরা’ প্ল্যাটফর্মে www.poshorabd.com

আর এসব সমস্যার সামধান দিতে রয়েছে ‘পশরা’র একঝাঁক প্রফেশনাল, স্মার্ট, স্কিলড, এক্সপেরিয়েন্সড ও ডায়নামিক কর্মীবাহিনী। আপটি রয়েছে প্লে-স্টোর এবং অ্যাপস্টোরে। বর্তমানে ১০০ টিরও বেশি ধরনের সার্ভিস দিচ্ছেন ৩০০০-এর বেশি প্রফেশনাল, স্কিলড, এক্সপেরিয়েন্সড ও ডায়নামিক কর্মী। এতে রয়েছে পজেটিভ ইউজার রিভিউ এবং সফলতার সঙ্গে মাত্র ২ বছরে ১৫০০-এর বেশি সার্ভিস প্রোভাইড করেছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা নূর ইলাহী আলী শিবলী বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ থেকে এখন স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছে। স্মার্ট বাংলাদেশের সবকিছু হবে প্রযুক্তিভিত্তিক। প্রতিদিনকার নাগরিক জীবনের সমস্যাগুলোও সমাধান করা হবে প্রযুক্তির সাহায্যে। আমরাও এ স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে ভূমিকা রাখতে চাই। সেইসঙ্গে একটি উত্তম বসবাসযোগ্য বাংলাদেশ তৈরি করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেখানে যে কোনো সমস্যাটির সমাধান হবে শুধু একটি ক্লিকে। এটি এমন একটি সার্ভিস প্ল্যাটফর্ম, যেখানে সার্ভিস প্রোভাইডার ও ক্লায়েন্টরা তাদের প্রয়োজনীয় সার্ভিসটি আদান-প্রদানের জন্য সংযুক্ত হয়ে থাকেন। ‘পশরা’ সার্ভিস প্রোভাইডার এবং সার্ভিস গ্রহণকারীদের মধ্যে একটি ব্যাপক নেটওয়ার্ক তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম