চ্যাটজিপিটি ত্রুটিতে ব্যবহারকারীদের তথ্য ফাঁস
আইটি ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সাড়া জাগানো কৃত্তিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটিতে সম্প্র্রতি নতুন একটি ত্রুটি দেখা দেয়। ত্রুটির কারণে অন্য ব্যবহারকারীদের কথোপকথনের শিরোনাম দেখতে পেয়েছেন কিছু ব্যবহারকারী। বিষয়টি জানিয়েছেন নির্মাতা কোম্পানি ওপেনএআই’র প্রধান নিজেই। এর আগে সামাজিক সাইট রেডিট ও টুইটারে কয়েকজন ব্যবহারকারী বিভিন্ন এমন ‘চ্যাটিং হিস্টরি’র ছবি পোস্ট করেন, যেগুলো নিজেদের নয় বলে দাবি করছেন তারা। ওপেনএআই’র সিইও স্যাম অল্টম্যান বলেন, এতে ‘কোম্পানির খুবই খারাপ লেগেছে’। তবে, ‘উল্লেখযোগ্য এ ত্রুটির’ সমাধান হয়েছে।
চ্যাটজিপিটিতে প্রতিটি চ্যাটের হিস্ট্রি সংরক্ষণ করা হয় যা পরে আবার দেখা যায়। তবে গত ২০ মার্চ থেকে ব্যবহারকারীরা তাদের চ্যাট হিস্ট্রিতে যে চ্যাটগুলো দেখতে পাচ্ছিলেন সেগুলো তাদের নয়। রেডিটে একজন ব্যবহারকারী তার চ্যাটের ইতিহাসের একটি ছবি শেয়ার করেছেন যার শিরোনাম চীনের সমাজতন্ত্র উন্নয়ন। পুরো কথোপকথনটি মান্দারিন ভাষায় করা হয়েছে।
এ ত্রুটি থেকে ইঙ্গিত মেলে, ব্যবহারকারীর চ্যাটিং ব্যবস্থায় ওপেনএআই’র প্রবেশাধিকার আছে। কোম্পানির প্রাইভেসি নীতিমালায় অবশ্য উল্লেখ আছে, প্রম্পট বা প্রতিক্রিয়ার মতো ব্যবহারকারীর ডেটা, চ্যাটবট মডেলের প্রশিক্ষণ অব্যাহত রাখার উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে। যদিও চ্যাটজিপিটি জানিয়েছে, ব্যবহারকারীরা শুধু অন্যের চ্যাটের টাইটেল দেখতে পেয়েছিলেন। চ্যাট পড়তে পারেননি।
সম্প্রতি, চ্যাটজিপিটি নিয়ে নিজের শঙ্কার কথা জানান স্যাম অল্টম্যান। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে অল্টম্যান বলেন, ‘এআই চ্যাটবটটি অনেক ধরনের চাকরি বিলুপ্ত করবে। এটি যেসব কাজ করতে পারে তার জন্য আর মানুষের প্রয়োজন হবে না। মানুষ প্রমাণ করেছে, তারা প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারে। তবে কিছু পরিবর্তন ১০ বছরেরও কম সময়ে ঘটবে।’ তিনি আরও বলেন, ‘মানুষের সৃষ্টিশীলতা সীমাহীন। মানুষ কোনো না কোনোভাবে নতুন কাজ খুঁজে নেয়।’
