ইনস্টাগ্রাম সার্চের ফলাফলেও বিজ্ঞাপন
আইটি ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চলমান অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে কোম্পানির খরচ কমিয়ে আয় বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিচ্ছে মেটা। এরই আলোকে গত মাসে অর্থের বিনিময়ে প্রোফাইলে ব্লু ব্যাজ দেওয়ার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এবার বিজ্ঞাপনের ক্ষেত্রেও কিছু পরিবর্তন আনছে মেটা। পরিবর্তনের অংশ হিসাবে ইনস্টাগ্রামের সার্চের ফলাফলেও দেখা যাবে বিজ্ঞাপন। জানা গেছে, ইনস্টাগ্রামে শিগ্গির এমন সব জায়গায় বিজ্ঞাপন দেখা যাবে যেখানে আগে দেখা ছিল না। মূলত প্ল্যাটফর্মে বিভিন্ন ব্যবসার বিস্তৃতি বাড়ানোর প্রচেষ্টা হিসাবে এ কার্যক্রম পরিচালনা করছে মেটা। এ পরীক্ষার অংশ হিসাবেই ব্যবহারকারীর সার্চ ফলাফলেও বিজ্ঞাপন দেখানোর সিদ্ধান্ত নিয়েছে মেটা। উদাহরণস্বরূপ, কেউ যদি বাদ্যযন্ত্র লিখে সার্চ করে, তাহলে তার সার্চের ফলাফলে বাদ্যযন্ত্রের বিজ্ঞাপনও দেখা যাবে। শিগ্গির সব দেশের ব্যবহারকারীরা সার্চের ফলাফলের বিজ্ঞাপন দেখতে পাবেন। সম্প্রতি, ব্যবহারকারীদের বয়স যাচাই করতে এক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির টুল তৈরি করে ইনস্টাগ্রাম। বিগত বছর টুলটির মাধ্যমে যুক্তরাষ্ট্রে বসবাসকারী ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের বয়স যাচাই করা হয়। এবার নতুন কয়েকটি দেশে এ সুবিধা চালু করেছে ইনস্টাগ্রাম।
