Logo
Logo
×

আইটি বিশ্ব

পবিত্র রমজানে ইউসিসি এসার ল্যাপটপ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পবিত্র রমজানে ইউসিসি এসার ল্যাপটপ

বিশ্বে ল্যাপটপ জগতের অন্যতম ব্র্যান্ড এসার পবিত্র রমজান উপলক্ষ্যে গ্রাহকদের জন্য মাসব্যাপী ‘এসার রমজান অফার’ ঘোষণা করেছে। এ অফারে রমজান মাসে গ্রাহকরা ইউসিসি ডিস্ট্রিবিউটেড এসার ব্র্যান্ডের ল্যাপটপ কিনে জিতে নিতে পারে নিশ্চিত পুরস্কার।

এ অফারে এসার নাইট্রো সিরিজের ইন্টেল প্রসেসর যুক্ত ল্যাপটপের সঙ্গে নিশ্চিত পুরস্কার হিসাবে রয়েছে ৩০০০ টাকার আড়ং-এর ঈদ গিফট কার্ড অথবা সমপরিমাণ টাকার প্রাইজবন্ড, এসার নাইট্রো সিরিজের এএমডি প্রসেসর যুক্ত ল্যাপটপের সঙ্গে রয়েছে ৫০০০ টাকার আড়ং-এর ঈদ গিফট কার্ড অথবা সমপরিমাণ টাকার প্রাইজবন্ড।

এসার এস্পায়ার সিরিজের ল্যাপটপের সঙ্গে নিশ্চিত পুরস্কার হিসাবে রয়েছে ২০০০ টাকার আড়ং-এর ঈদ গিফট কার্ড অথবা সমপরিমাণ টাকার প্রাইজ বন্ড এবং এসার এক্সটেনসা সিরিজের ল্যাপটপের সঙ্গে নিশ্চিত পুরস্কার হিসাবে রয়েছে স্বপ্ন সুপারশপের ৫০০ টাকার শপিং ভাউচার।

বাংলাদেশে এসার ব্র্যান্ডের অন্যতম পরিবেশক ইউসিসি আজ এক আয়োজনের মাধ্যমে রমজান মাসের এ কনজুমার অফারের আনুষ্ঠানিক ঘোষণা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ এসার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের বিজনেস ম্যানেজার (কনজুমার এবং কমার্শিয়াল) সারওয়ার জাহান শোয়েব, বাংলাদেশ এসার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের চ্যানেল কনসালটেন্ট মো. হাসিব জ্যাকিসহ ইউসিসির কর্মকর্তারা।

 

এসার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম