Logo
Logo
×

আইটি বিশ্ব

ক্যানভায় এআই টুলসহ নতুন ফিচার

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গ্রাফিক ডিজাইন অ্যাপ ক্যানভা নিজস্ব প্ল্যাটফরমে এআইচালিত বিভিন্ন টুল ও নতুন এক ‘ব্র্যান্ড হাব’সহ বেশ কিছু নতুন ফিচার চালু করছে। ‘ক্যানভা ক্রিয়েট’ নামের ভার্চুয়াল এক আয়োজনে বৃহস্পতিবার এসব নতুন টুল ও ফিচারের ঘোষণা দেয় কোম্পানিটি। নতুন ফিচারের মধ্যে ‘অ্যাসিস্ট্যান্ট’ নামে এক সুবিধাও রয়েছে যা ব্যবহারকারীকে বিভিন্ন নকশার উপাদান খোঁজার পাশাপাশি বিভিন্ন ফিচারে দ্রুত প্রবেশাধিকার দেবে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। এ টুলের মাধ্যমে ব্যবহারকারী তার নিজের বিদ্যমান ডিজাইনের সঙ্গে মেলে, বিভিন্ন এমন স্টাইল ও নকশার পরামর্শ পাবেন। এর মাধ্যমে ‘ম্যাজিক রাইট’-এর মতো এআই-চালিত বিভিন্ন ডিজাইন টুলেও দ্রুত প্রবেশাধিকার মিলবে। প্ল্যাটফর্মের এআই চালিত কপিরাইটিং সহায়ক টুল এটি। আর এর উন্মোচন ঘটেছে ডিসেম্বরে।

এখন পর্যন্ত সব ধরনের ক্যানভা ‘প্রজেক্ট টাইপ’-এ ম্যাজিক রাইটের প্রবেশাধিকার মিলছে। এরই মধ্যে আছে প্রেজেন্টেশন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া গ্রাফিক্স, ফ্লায়ারসহ অনেক কিছুই। এ বিস্তৃতির আগে টুলটিতে কেবল ‘ক্যানভা ডকস’-এর মাধ্যমে প্রবেশ করা যেত। আর এ টুল ব্যবহার করে ব্যবহারকারী ওয়েবসাইট কপি বা প্রেজেন্টেশনের সারাংশের মতো বিষয়াদিও লিখতে পারবেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে টেকক্রাঞ্চ।

উদাহরণ হিসাবে ধরা যায়, নতুন কোনো পণ্য উন্মোচনের জন্য ব্যবহারকারী এ টুলে সামাজিক মাধ্যমের জন্য পরিকল্পনার বিভিন্ন কৌশলও তালিকাভুক্ত করতে পারবেন। আর ব্যবহারকারী কোনো ‘প্রজেক্ট টাইপ’ নিয়ে কাজ করছেন, ওই বিষয়টি বিবেচনায় নিয়ে বিভিন্ন পরামর্শ দেয় এই টুল। এর বিস্তৃতি বাড়ানোর পাশাপাশি ক্যানভা ঘোষণা দিয়েছে, এখন ১৮টি ভাষায় মিলবে ম্যাজিক রাইট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম