Logo
Logo
×

আইটি বিশ্ব

‘ব্লু’ সেবায় নতুন পরিবর্তনের ঘোষণা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মাইক্রোব্ল–গিং সাইট টুইটারের আর্থিক ফি ভিত্তিক ‘ব্লু’ সেবায় নতুন পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন প্লাটফর্মটির মালিক ইলন মাস্ক। ঘোষণা অনুসারে, আগামী ১৫ এপ্রিল থেকে টুইটারে কেবল ভেরিফাইড গ্রাহকরাই অন্যান্য ব্যবহারকারীর বিভিন্ন পোস্টের রেকমেন্ডেশন ও বিভিন্ন জরিপে ভোট দেওয়ার সুযোগ পাবেন। নতুন নীতিমালার অধীনে টুইটারের আর্থিক সেবার বাইরের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে করা পোস্ট আর ‘ফর ইউ’ নামের নিউজফিডে দেখা যাবে না। গত সপ্তাহে কোম্পানিটি বলেছে, তারা কয়েকটি এমন ‘লিগাসি’ অ্যাকাউন্ট থেকে ‘ভেরিফাইড’ সুবিধা সরিয়ে ফেলবে, যেগুলো মাস্কের কোম্পানি কেনার আগে দেওয়া হয়েছে। নীল রঙের যাচাইকরণ চিহ্নের জন্য ব্যবহারকারীকে এখন মাসিক সাত ডলার করে দিতে হয়। এর ফলে, বিভিন্ন বাড়তি ফিচারেও প্রবেশাধিকার মেলে। মাস্ক বলেন, এ পরিবর্তন হলো ‘উন্নতমানের এআই বট অ্যাকাউন্টের বহর মোকাবিলার একমাত্র বাস্তবসম্মত উপায়। অন্যথায়, এটি আশাহীন কোনো যুদ্ধে হেরে যাওয়ার মতো বিষয় হয়ে দাঁড়াবে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম