Logo
Logo
×

আইটি বিশ্ব

অডিও মেসেজে হোয়াটসঅ্যাপ ‘ভিউ ওয়ান্স’

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফরম হোয়াটসঅ্যাপ এবার অডিও মেসেজিংয়ে নির্দিষ্ট সময় শেষে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়া সুবিধা চালু করতে যাচ্ছে। এটি চালু হলে রিসিভার প্রান্তে মাত্র একবার অডিও মেসেজ প্লে করা যাবে। অডিও মেসেজিংয়ের ফিচারটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। এটি চালুর পর প্ল্যাটফরমটিতে যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ ও সুরক্ষিত হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। টেকটাইমস। ফিচারসম্পর্কিত স্ক্রিনশটের সন্ধান পেয়েছে ওয়াবেটাইনফো। প্ল্যাটফরমটির তথ্যানুযায়ী, অডিও বাটন চেপে ধরার পর ভিউওয়ান্স অডিও ফিচারটি দেখা যাবে। মেসেজ একবার পাঠানোর পর সেটি সংরক্ষণ করা, অন্য কাউকে পাঠানো বা রেকর্ড করে রাখা যাবে না। ফলে প্রেরক ও প্রাপকের মধ্যকার কথোপকথন আরও সুরক্ষিত হবে। সেলফ ডেসট্রাক্টিং অডিও ফিচারটির কারণে একবার মেসেজ শোনার পর তা মুছে যাবে।

ফলে অন্য কেউ আড়িপাততে পারবে না বা মেসেজ দেখতে পারবে না। ব্যবহারকারীরা যখন কোনো বিষয়ের কথোপকথন গোপন রাখতে চায়, সে সময় ফিচারটি সহায়তা করবে। এছাড়া প্রাপক যে পুনরায় মেসেজটি অন্য কাউকে পাঠাতে পারবে না সেটিও নিশ্চিত হয় ফিচারটির মাধ্যমে।

এখানে ব্যবহারকারী সর্বোচ্চ ৬০ সেকেন্ড সময়ের ছোট ভিডিও বার্তা তৈরি করে লিস্টে থাকা ব্যক্তিদের পাঠাতে পারবেন। বর্তমানে কনটাক্ট তালিকায় থাকাদের শুধু ভয়েস নোট পাঠানো যায়। হোয়াটসঅ্যাপ নিশ্চিত করেছে যে, ভিডিও মেসেজও এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড থাকবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম