Logo
Logo
×

আইটি বিশ্ব

অডিও এবং ওয়্যারেবল ব্র্যান্ড ‘বোট’ বাংলাদেশে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভারতের বৃহত্তম ডিজিটাল লাইফস্টাইল ব্র্যান্ড ‘বোট’যাত্রা শুরু করল দেশের বাজারে। বাংলাদেশে ডিস্ট্রিবিউশন পার্টনার হিসাবে ডিএক্স গ্রুপের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বোট। চুক্তি অনুযায়ী, ডিএক্স গ্রুপ দেশের একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউশন কোম্পানি হিসাবে রাজধানীসহ দেশের সব বিভাগীয় শহরে বোট’র পণ্য পরিবেশন করবে। বোট’র পণ্যগুলোর মধ্যে রয়েছে, টিডব্লিউএস, স্মার্টওয়াচ, নেবকব্যান্ড, হেডফোন, স্পিকার, চার্জারসহ আরও অনেক কিছু। ভারতের বাজারে ‘বোট’ তুমুল জনপ্রিয় একটি ব্র্যান্ড। বাংলাদেশের প্রযুক্তিপ্রেমীদের কাছেও ব্র্যান্ডটি জনপ্রিয় হবে বলে ডিএক্স গ্রুপ ও বোট কর্তৃপক্ষের আশা।

এ বিষয়ে বোট’র সহ-প্রতিষ্ঠাতা এবং চিফ মার্কেটিং অফিসার আমান গুপ্তা বলেন, ডিএক্স গ্রুপের সঙ্গে বোট’র ডিস্ট্রিবিউশন পার্টনারশিপ বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ভোক্তাদের ডিজিটাল লাইফস্টাইল পণ্যনির্ভর চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ছাড়াও বোট’র বিশ্বমানের লাইফস্টাইল পণ্য সাশ্রয়ী মূল্যে ভোক্তা পর্যায়ে সুনিশ্চিত করে দেশের প্রযুক্তিনির্ভর বাজার ত্বরান্বিত করবে।

ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত ডিজিটাল বাংলাদেশ ডিএক্স গ্রুপের অনুপ্রেরণা হিসাবে কাজ করে। তারই ধারাবাহিকতায় ডিএক্স গ্রুপ সবসময় ভোক্তাদের বিশ্বমানের ডিজিটাল লাইফস্টাইল পণ্যের চাহিদা মেটাতে বদ্ধপরিকর। সম্প্রতি ‘বোট’-এর সঙ্গে আমাদের পার্টনারশিপ এরই একটি প্রতিচ্ছবি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম