|
ফলো করুন |
|
|---|---|
কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা মানে হলো এখন যেকেউ কম্পিউটার প্রোগ্রামার হতে পারবে। এজন্য প্রয়োজন শুধুমাত্র একটি কম্পিউটারকে নির্দেশ দেওয়া। এভাবেই এআই নিয়ে নিজের অভিব্যাক্তি জানান চিপনির্মাতা এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। সোমবার হুয়াং-এর দেওয়া এ বক্তব্যকে কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে প্রচলিত ‘ডিজিটাল বিভক্তির’ সমাপ্তি হিসাবে আখ্যা দেন বিশেষজ্ঞরা।
নিজের জন্মভূমি তাইওয়ানের রাজধানী তাইপেতে আয়োজিত ‘কম্পিউটেক্স ফোরাম’-এ হাজারো দর্শকের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, কম্পিউটিং ব্যবস্থাকে বিপ্লবের দিকে নিয়ে যাচ্ছে এআই। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চিপ ও কম্পিউটিং সিস্টেমের প্রধান সরবরাহকারী হিসাবে বিশ্বের সবচেয়ে মুল্যবান সেমিকন্ডাক্টর কোম্পানিতে পরিণত হওয়ার লক্ষ্যে এগুচ্ছে এনভিডিয়া।
নিজের বক্তব্যে হুয়াং বলেন, আমরা নতুন এক কম্পিউটিং যুগে প্রবেশ করেছি, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। ‘প্রতিটি কম্পিউটিং যুগেই আপনি এমন কিছু করতে পারছেন, যা আগে সম্ভব ছিল না। আর সে মাপকাঠিতে কৃত্রিম বুদ্ধিমত্তা নিশ্চিতভাবেই উতরে যায়।’ তিনি বলেন, ‘আমরা এ ডিজিটাল বিভাজন বন্ধ করেছি। এখন সবাই প্রোগ্রামার-আপনাকে শুধু কম্পিউটারকে কিছু একটা বলতে হবে।’
ব্যবহারবান্ধব হওয়ার কারণে এআই’র অগ্রগতি এত দ্রুত ঘটছে আর আক্ষরিক অর্থেই এটি প্রতিটি শিল্পকে স্পর্শ করবে। এনভিডিয়ার তৈরি চিপের সহায়তায় মাইক্রোসফটের মতো বিভিন্ন কোম্পানি ‘বিং’র মতো সার্চ ইঞ্জিনগুলোয় মানুষের মতো কথা বলতে পারা চ্যাটিং ফিচার যোগ করতে পেরেছে।
