Logo
Logo
×

আইটি বিশ্ব

অ্যাপলের ডব্লিউডব্লিউডিসি ৫ জুন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ৩১ মে ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের ডেভেলপারদের জন্য আয়োজন, ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) অনুষ্ঠিত হবে ৫ জুন। এ সম্মেলনে অ্যাপলের নতুন ওএস সংস্করণেরও ঘোষণা দেওয়া হয়। প্রতিবারের মতো এবারের আয়োজনেও একাধিক নতুন পণ্যের প্রদর্শনী ছাড়াও ভবিষ্যতের পণ্য নিয়ে ঘোষণা আসবে প্রতিষ্ঠানটির। ফলে এ সম্মেলনটি ঘিরে অ্যাপলপ্রেমীদের রয়েছে বিপুল আগ্রহ। এবারের আয়োজনে নতুন কী কী ঘোষণা আসছে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অ্যাপলের মিক্সড রিয়্যালিটি হেডসেটের প্ল্যাটফরম এক্সআরওএস নিয়ে ঘোষণা আসতে পারে। এবারই দেখা যাবে অ্যাপলের বহুল প্রতীক্ষিত পণ্য ‘মিক্সড রিয়্যালিটি হেডসেট’। এবারের আয়োজনে সবচেয়ে বড় চমক অ্যাপলের মিক্সড রিয়্যালিটি হেডসেট। সপ্তাহব্যাপী এ কনফারেন্সে এ হেডসেটের ব্যবহার দেখানো হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন এ পণ্য প্রথমে ক্রেতাদের মনোযোগ আকর্ষণ না করলেও এটি ভবিষ্যতে আইফোনকেও পাল্লা দেবে। হেডসেটটি বাজারে আসবে সেপ্টেম্বরে। অ্যাপলের হেডসেটে একই সঙ্গে ভার্চুয়াল রিয়্যালিটি এবং অগমেন্টেড রিয়্যালিটির অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারীরা। এরই মধ্যে অপারেটিং সিস্টেমের নাম পরিবর্তন করেছে অ্যাপল। এর আগে হেডসেটে ব্যবহার করা অপারেটিং সিস্টেমের নাম ‘রিয়্যালিটি ওএস’ থাকলেও তা পরিবর্তন করে ‘এক্সআর ওএস’ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন নামটিতে ‘এক্স’ (এক্সটেনডেড) দিয়ে বোঝানো হয়েছে ‘বিস্তৃত’। হেডসেটটিতে ব্যবহার করা হয়েছে ম্যাক-লেভেল এম ২ চিপ। ডিভাইসটির ভেতরে এবং বাইরে ১০টিরও বেশি ক্যামেরা রয়েছে। এছাড়া হেডসেটটিতে বাজারে থাকা যে কোনো হেডসেটের চেয়ে বেশি রেজ্যুলেশনের ডিসপ্লে রাখছে অ্যাপল।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম