Logo
Logo
×

আইটি বিশ্ব

নেতৃত্ব ঢেলে সাজানো শুরু

টুইটারে নতুন কর্মকর্তা

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন প্রধান লিন্ডা ইয়াকারিনোকে টুইটারের নতুন প্রধান নির্বাহী হিসাবে ঘোষণা দেওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে একই কোম্পানির আরেক শীর্ষ নির্বাহী জো বেনারোচকে নিয়োগ দিয়েছে মাইক্রোব্লগিং প্ল্যাটফরম টুইটার। টুইটারের ‘টপ টিম’ ঢেলে সাজানোর লক্ষ্যে এ নিয়োগ ইলন মাস্কের চলমান প্রচেষ্টার অংশ। বিবিসি।

সোমবার থেকে নিজের নতুন দায়িত্ব শুরু করা বেনারোচ মূলত টুইটারের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করবেন। টুইটারের ব্যবসায়িক দিক এখন মাস্ক নিজেই সামলাচ্ছেন। তবে বেনারোচ কাজে যোগ দেওয়ার পরও মাস্ক এ কাজে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকবেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি।

এরই মধ্যে নিজের লিংকডইন প্রোফাইল আপডেট করেছেন বেনারোচ। সেখান থেকে ইঙ্গিত মিলছে, টুইটারের নিউইয়র্ক দপ্তর থেকে কার্যক্রম পরিচালনা করবেন তিনি।

নিয়োগের ঘোষণা দেওয়া পোস্টে বেনারোচ বলেন, “টুইটারে নিজের অভিজ্ঞতা আনতে ও গোটা দলের সঙ্গে একত্রে কাজ করে ‘টুইটার ২.০’ তৈরির লক্ষ্যে আমি উন্মুখ।” এদিকে টুইটে সাবেক ও বর্তমান সহকর্মী ইয়াকারিনো বলেন, ‘নতুন দলে স্বাগতম বেনারোচ জো! এক পাখির পক্ষ থেকে পরবর্তীকে।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম