মহাকাশ থেকে পৃথিবীতে এলো সৌরবিদ্যুৎ
আইটি ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মহাকাশ থেকে উৎপাদিত সৌরবিদ্যুৎ পৃথিবীতে সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা। ধারণার ওপর ভিত্তি করে তৈরি প্রথম নকশার ৫৫ বছর পর প্রথম সফল পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। ১৯৬৮ সালে সৌরশক্তিচালিত স্যাটেলাইটের প্রথম নকশা বানিয়েছিলেন নাসার প্রকৌশলী পিটার গ্লেসার।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ‘ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি’র (ক্যালটেক) গবেষক দল ঘোষণা দেয়, তাদের মহাকাশে ভাসমান প্রোটোটাইপ ‘স্পেস সোলার পাওয়ার ডেমোনস্ট্রেটর (এসএসপিডি-১)’ সূর্যালোক সংগ্রহ করে একে বিদ্যুতে রূপান্তর করে পৃথিবীতে পাঠিয়েছে। এর মাধ্যমে ক্যালটেকের ‘প্যাসাডেনা’ ক্যাম্পাসের ছাদে ইনস্টল করা বিভিন্ন ‘মাইক্রোওয়েভ রিসিভার’-এ আলোও জ্বলেছে।
ক্যালটেকের ‘স্পেস সোলার পাওয়ার প্রজেক্টের (এসএসপি) সহ-পরিচালক আলি হাজিমির এক বিজ্ঞপ্তিতে বলেন, আমাদের জানামতে কেউ কখনো মহাকাশ থেকে তারহীন শক্তি স্থানান্তরের বিষয়টি দেখাতে পারেনি, এমনকি বিভিন্ন খরুচে প্রকল্পেও। ‘নিজেদের সমন্বয় করা সার্কিট ও নমনীয় হালকা ওজনের কাঠামো ব্যবহার করে আমরা এ কার্যক্রম পরিচালনা করছি। আর এটিই প্রথম এমন ঘটনা।’
