মাইক্রোসফট ৩৬৫ পরিষেবায় বিভ্রাট
আইটি ডেস্ক
প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের একাধিক পরিষেবায় বিভ্রাট দেখা গেছে। অনেকের অভিযোগ, তারা মাইক্রোসফট ৩৬৫-এর পরিষেবা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়ছেন। রয়টার্স। জানা গেছে, আউটলুক ও মাইক্রোসফট টিমসের সার্ভার ডাউন হয়েছে। বাংলাদেশ এবং ভারতেও এ পরিষেবা কাজ করছে না। সফটওয়্যার জায়ান্টটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা বিষয়টি তদন্ত করছি এবং যত দ্রুত সম্ভব আপডেট করব।’ ওয়েবসাইট ট্র্যাকার, ডাউনডিটেক্টর থেকে জানা গেছে, রাত ৮টার দিকে থেকে মাইক্রোসফট আউটলুকের সার্ভার ডাউন হয়ে যায়। এর ফলে মেইল পাঠাতে ও গ্রহণে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ইতোমধ্যেই টুইটারসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মাইক্রোসফটের পরিষেবা অচল হওয়া নিয়ে অভিযোগ করা হয়েছে। পাশাপাশি অনেকে বিভিন্ন মজাদার মিম শেয়ার করেছে। একজন টুইটারে লিখেছে, ‘অতিরিক্ত গরমের কারণে মাইক্রোসফট ৩৬৫ ক্লান্ত হয়ে পড়েছে।’
