Logo
Logo
×

আইটি বিশ্ব

প্রযুক্তি প্রশিক্ষণ

আইএসডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চাকরিতে নিয়োগের ক্ষেত্রে নিয়োগকর্তারা সবসময় প্রাধান্য দিয়ে থাকেন প্রার্থীর চাকরি প্রাসঙ্গিক কাজের শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতাকে। চাকরি প্রাসঙ্গিক কাজের দক্ষতা শুধু অর্জন করা সম্ভব ওই বিষয়ে বিশেষায়িত শিক্ষামূলক প্রোগ্রাম ও প্রশিক্ষণের মাধমে। কিন্তু নিয়োগকর্তাদের প্রত্যাশিত দক্ষতার সঙ্গে চাকরি প্রার্থীর প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে অর্জিত দক্ষতার সামাঞ্জস্য না থাকলে চাকরি প্রার্থী যেমন চাকরি থেকে বঞ্চিত হয় তেমনি নিয়োগকর্তারাও তার কাজের জন্য প্রয়োজনীয় লোকবল পেতে ব্যর্থ হয়। আইএসডিবি-বিআইএসইডব্লিউ আইটি স্কলারশিপ প্রোগ্রাম চাকরি বাজারের সঙ্গে সামাঞ্জস্য রেখে তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ কোর্সগুলো পরিচালনা করে আসছে যা চাকরি ক্ষেত্রে উচ্চ চাহিদাসম্পন্ন। এ স্কলারশিপ প্রোগ্রামের কোর্সগুলো তথ্যপ্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে চাহিদার সঙ্গে সামাঞ্জস্য রেখে পরিকল্পনা ও পরিচালনার কারণে চাকরিক্ষেত্রে সফলতা অর্জন সম্ভব হয়েছে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক-বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াকফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ) বাংলাদেশ সরকার এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, জেদ্দা, সৌদি আরবের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রিতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি এবং কারিগরি শিক্ষা খাতে বাংলাদেশের যুবসমাজের কর্মসংস্থানের লক্ষ্যে আইএসডিবি-বিআইএসইডব্লিউ নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন এবং বাস্তবায়ন করে থাকে। যে কোনো বিভাগ (বিজ্ঞান, বাণিজ্য বা মানবিক) থেকে স্নাতক ডিগ্রিধারীরা সম্পূর্ণ বিনামূল্যে, আন্তর্জাতিক মানের ও পেশাদার আইটি প্রশক্ষিণে অংশগ্রহণের সুযোগ পান। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে তথ্যপ্রযুক্তিতে একাডেমিক ডিগ্রি অর্জন করতে না পারলেও আগ্রহী শিক্ষার্থীদের জন্য তথ্যপ্রযুক্তিতে ক্যারিয়ার গড়ার সুযোগ করে দেয় আইএসডিবি-বিআইএসইডব্লিউ।

আবেদনের যোগ্যতা: স্নাতক/ফাজিল পাশ বা মাস্টার্স/কামিলে অধ্যয়নরত শিক্ষার্থীরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া চার বছরমেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং (শুধু কম্পিউটার/ টেলিকমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স/ সিভিল/ আর্কিটেকচার/ সার্ভে/ কন্সট্রাকশন) পাশ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদন করার ঠিকানা : apply.isdb-bisew.info

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম