Logo
Logo
×

আইটি বিশ্ব

হ্যাভিট এমপাওয়ারিং পার্টনারশিপ প্রোগ্রাম-২০২৩

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তথ্যপ্রযুক্তি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেড সম্প্রতি হ্যাভিট পণ্য নিয়ে বাংলাদেশে এমপাওয়ারিং পার্টনারশিপ শিরোনামে দুটি প্রোগ্রাম আয়োজন করেছে। ২১ মে, ২০২৩ ঢাকায় ৫০০ ও ২৪ মে, ২০২৩ রাজশাহীতে ২০০ জনকে নিয়ে সফলভাবে এ আয়োজন সম্পন্ন করে।

অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হ্যাভিট ব্র্যান্ডের ন্যাশনাল সেলস্ ম্যানেজার মি. সানি লিউ এবং গেমিং প্রোডাক্ট ম্যানেজার মি. ডং বিন। এছাড়া আয়োজক প্রতিষ্ঠান কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ কম্পিউটার সমিতির পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম এবং কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের পরিচালক, সাইফুল ইসলাম, বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক মো. অয়ন মুক্তাদির, প্রোডাক্ট ম্যানেজার মো. রুমেল চৌধুরী এবং জেনারেল ম্যানেজার মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আমরা ২০১১ সাল থেকে হ্যাভিটের সোল ডিস্ট্রিবিউটর হিসাবে অত্যন্ত সুনামের সঙ্গে দেশের বাজারে হ্যাভিটের পণ্য বাজারজাত করে যাচ্ছি। পাশাপাশি অনুষ্ঠানে সিসিটিএল-হ্যাভিটের যুগপূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়।

পরিশেষে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ, র‌্যাফেল ড্র, ডিনার এবং টি-শার্ট ও ক্যাপ পুরস্কারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ডশিল্পী মাকসুদ ও ঢাকা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম