Logo
Logo
×

আইটি বিশ্ব

চুরি যাওয়া তথ্যের সংবাদ দেবে গুগল

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্যক্তিগত তথ্য চুরি ঠেকাতে প্রতারণার শিকার মানুষের পাশে দাঁড়াতে নিত্যনতুন ফিচার নিয়ে আসছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। গত বছরের সেপ্টেম্বরে এই প্রযুক্তি জায়ান্ট নিয়ে এসেছিল রেজাল্ট অ্যাবাউট ইউ নামের একটি ফিচার। অনলাইনে আপনার কী কী তথ্য আছে তা জানাতেই এই ফিচার। এবার সেই ড্যাশবোর্ড আপডেট করে নতুন ফিচার যোগ করেছে গুগল। ড্যাশবোর্ডে নিজের নাম-পরিচয় দিলে সে নিজেই খোঁজার কাজটি করে দেবে। যেসব ওয়েবসাইটে এ-সংক্রান্ত তথ্য রয়েছে, সেগুলো আপনার সামনে তুলে ধরবে গুগল। এবার আপনি সেই ওয়েব পেজগুলোতে গিয়ে দেখে নিতে পারবেন কোন তথ্য ফাঁস হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তা মুছে দেওয়ার আবেদনও করা যাবে।

প্রযুক্তির উন্নতির সঙ্গে নিজেকেও উন্নত করেছে গুগল। আগে কোনো ওয়েবসাইটে ব্যক্তিগত তথ্য খুঁজে পাওয়া গেলে তা সরিয়ে দেওয়ার জন্য ম্যানুয়ালি আবেদন করতে হতো। যার ফলাফল পেতে অনেক সময় লাগত। কিন্তু এখন কোনো ওয়েবসাইটে আপনার ঠিকানা, ফোন নম্বর কিংবা ই-মেইল আইডি খুঁজে পাওয়া গেলে নোটিফিকেশনের মাধ্যমে তা আপনাকে নিজেই জানিয়ে দেবে গুগল। ফলে সহজেই আপনি তা মুছে ফেলার সুযোগ পাবেন। গুগলের নতুন ফিচার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবে বলে দাবি গুগলের।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম