নবায়নযোগ্য শক্তি ব্যবহার করবে টিএসএমসি
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ, প্রযুক্তি কোম্পানি কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি নবায়নযোগ্য শক্তি ব্যবহারে ঝুঁকছে। চিপ উৎপাদনকারীদের মধ্যে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) অন্যতম। ২০৪০ সালের মধ্যে কোম্পানিটি শতভাগ নবায়নযোগ্য শক্তি ব্যবহার ও শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আন্তর্জাতিক ওজোনস্তর সুরক্ষা দিবসের প্রাক্কালে সংস্থাটি এ গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। কোম্পানিটি আরই১০০ সাসটেইনেবিলিটি প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে। এটি একটি বৈশ্বিক উদ্যোগ। যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোম্পানি শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে একমত। লক্ষ্যমাত্রা পূরণে টিএসএমসি পরিকল্পনাও গ্রহণ করেছে। এর মধ্যে ২০৩০ সালের মধ্যে কোম্পানির উৎপাদন ও কার্যক্রম পরিচালনায় নবায়নযোগ্য শক্তি ব্যবহারের হার ৪০ থেকে ৬০ শতাংশে উন্নীত করা হবে। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, এটি সাসটেইনেবল ব্লুপ্রিন্ট কার্যকর করবে। যার মাধ্যমে ২০২৫ সাল থেকে কার্বন নিঃসরণের হার শূন্যে নামিয়ে আনার যাত্রা শুরু হবে। কোম্পানি জানায়, ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণের হার ২০২০-এর পর্যায়ে নেমে আসবে। এ ছাড়া কোম্পানি প্রতি বছর সফলতার হার মূল্যায়ন করবে বলে সূত্রে জানা গেছে। এগুলো পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতে শূন্য কার্বন নিঃসরণের চূড়ান্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।
নবায়নযোগ্য শক্তি ব্যবহার করবে টিএসএমসি
আইটি ডেস্ক
২০ সেপ্টেম্বর ২০২৩, ০০:০০:০০ | প্রিন্ট সংস্করণ
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ, প্রযুক্তি কোম্পানি কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি নবায়নযোগ্য শক্তি ব্যবহারে ঝুঁকছে। চিপ উৎপাদনকারীদের মধ্যে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) অন্যতম। ২০৪০ সালের মধ্যে কোম্পানিটি শতভাগ নবায়নযোগ্য শক্তি ব্যবহার ও শূন্য কার্বন নিঃসরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আন্তর্জাতিক ওজোনস্তর সুরক্ষা দিবসের প্রাক্কালে সংস্থাটি এ গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। কোম্পানিটি আরই১০০ সাসটেইনেবিলিটি প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে। এটি একটি বৈশ্বিক উদ্যোগ। যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোম্পানি শতভাগ নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে একমত। লক্ষ্যমাত্রা পূরণে টিএসএমসি পরিকল্পনাও গ্রহণ করেছে। এর মধ্যে ২০৩০ সালের মধ্যে কোম্পানির উৎপাদন ও কার্যক্রম পরিচালনায় নবায়নযোগ্য শক্তি ব্যবহারের হার ৪০ থেকে ৬০ শতাংশে উন্নীত করা হবে। এক বিবৃতিতে কোম্পানিটি জানায়, এটি সাসটেইনেবল ব্লুপ্রিন্ট কার্যকর করবে। যার মাধ্যমে ২০২৫ সাল থেকে কার্বন নিঃসরণের হার শূন্যে নামিয়ে আনার যাত্রা শুরু হবে। কোম্পানি জানায়, ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণের হার ২০২০-এর পর্যায়ে নেমে আসবে। এ ছাড়া কোম্পানি প্রতি বছর সফলতার হার মূল্যায়ন করবে বলে সূত্রে জানা গেছে। এগুলো পর্যালোচনার মাধ্যমে ভবিষ্যতে শূন্য কার্বন নিঃসরণের চূড়ান্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।
সম্পাদক : সাইফুল আলম, প্রকাশক : সালমা ইসলাম
প্রকাশক কর্তৃক ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯ থেকে প্রকাশিত এবং যমুনা প্রিন্টিং এন্ড পাবলিশিং লিঃ থেকে মুদ্রিত।
পিএবিএক্স : ৯৮২৪০৫৪-৬১, রিপোর্টিং : ৯৮২৩০৭৩, বিজ্ঞাপন : ৯৮২৪০৬২, ফ্যাক্স : ৯৮২৪০৬৩, সার্কুলেশন : ৯৮২৪০৭২। ফ্যাক্স : ৯৮২৪০৬৬
E-mail: jugantor.mail@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed by The Daily Jugantor © 2023