Logo
Logo
×

আইটি বিশ্ব

ভিআর হেডসেট যাচ্ছে মহাকাশে

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভিআর হেডসেট যাচ্ছে মহাকাশে

মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের পরবর্তী মিশনে নভোচারী নয় পাঠাবে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট। মূলত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে নভোচারীদের একাকিত্ব দূর করতেই এ হেডসেট পাঠাচ্ছে মার্কিন এ গবেষণা সংস্থাটি। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে, নভোচারীর মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে প্রথমবারের মতো মহাকাশ স্টেশনে ভিআর হেডসেট যাচ্ছে। ভূপৃষ্ঠ থেকে দূরে থাকার ফলে তৈরি প্রতিকূল মানসিক পরিবেশে সৃষ্ট ভোগান্তি এ সিদ্ধান্তের কারণ। রয়টার্স।

মহাকাশ গবেষণা কোম্পানি নর্ড-স্পেস অ্যাপস-এর প্রযুক্তি প্রধান পার লুন্ডাল টমসেন বলেন, ‘মিশনের সময় নভোচারীরা বেশ কয়েক মাস, এমনকি বছরজুড়েও বিচ্ছিন্ন অবস্থায় থাকেন। আর তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগের উপায়ও সীমিত থাকে এ সময়।’ এ সময় তাদের মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণের জন্য ভার্চুয়াল প্ল্যাটফর্ম তৈরি করলে সেটি নভোচারীরা পৃথিবীতে ফিরে আসার পর তাদের সুস্থ জীবনধারায় ফেরার ক্ষেত্রে সহায়ক হবে।

জানা গেছে, মহাকাশে যে হেডসেটটি পাঠানো হবে সেটির নাম, ‘এইচটিসি ভাইব’। বিশেষ হেডসেটটি সবার আগে পরার সুযোগ পাবেন ডেনমার্কের নভোচারী আন্দ্রেয়াস মজেনসেন।

হেডসেট নির্মাতা কোম্পানি, এইচটিসির সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন চার ওয়াং বলেন, ‘বিশেষ চ্যালেঞ্জ মোকাবিলা করে হেডসেটটি এমনভাবে কনফিগার করেছি, যার মাধ্যমে এটি মাইক্রোগ্র্যাভিটি অবস্থাতেও কাজ করবে। এটির মাধ্যমে নভোচারীরা পৃথিবীর মতো একই ধরনের মানসিক সুবিধা পাবেন।

ভিআর হেডসেট মহাকাশে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম