Logo
Logo
×

আইটি বিশ্ব

আবহাওয়ার পূর্বাভাসে আসছে বৈপ্লবিক পরিবর্তন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আবহাওয়ার পূর্বাভাসে আসছে বৈপ্লবিক পরিবর্তন

প্রযুক্তির কল্যাণকর অগ্রযাত্রার কারণে আবহাওয়ার পূর্বাভাসের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি হয়েছে।

৪০ বছর আগে ২৪ ঘণ্টা পূর্বে ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাস পাওয়া যেত, এখন তিন দিন আগেই আরও নির্ভুল তথ্য জানা যায়। গত কয়েক দশকে আবহাওয়া ও সামুদ্রিক ডেটা প্রসেসিংয়ে কম্পিউটারের দক্ষতা বৃদ্ধির ফলেই আবহাওয়ার পূর্বাভাসে এ অসাধারণ অগ্রগতি। এবার আরও নিখাদ ও উন্নত হতে চলেছে আবহাওয়ার পূর্বাভাস প্রক্রিয়া। বলা যায়, নবজাগরণ সৃষ্টি করতে চলেছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা ও প্রযুক্তি কোম্পানি আইবিএম।

কম সময় ও শক্তি ব্যয় করে কীভাবে আরও দ্রুত আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায়, তার জন্য আইবিএমের তৈরি এআইভিত্তিক ভূ-স্থানিক ‘ফাউন্ডেশনাল মডেল’ ভিত্তি হিসাবে কাজ করবে। নাসার আবহাওয়া ও জলবায়ুসংক্রান্ত ডেটার ভান্ডার ব্যবহার করে এ মডেলকে আবহাওয়ার পূর্বাভাসের জন্য ব্যবহার করা হবে। এক বছর আগে নাসা ও আইবিএম যৌথভাবে আবহাওয়ার পূর্বাভাসের জন্য মডেলটি তৈরির কাজ শুরু করে। ওপেনসোর্স এআই প্ল্যাটফর্ম ‘হাগিং ফেসে’ পাওয়া যাচ্ছে।

এর মধ্যেই এর পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়েছে। এটি বিজ্ঞানীদের বন্যা ও দাবানলের পরিমাণ অনুমানে সাহায্য করে।

মডেলটির পরীক্ষা-নিরীক্ষা শেষ হলে এটি ওপেনসোর্স এআই প্ল্যাটফর্ম ‘হাগিং ফেসে’ পাওয়া যাবে। এর ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের গবেষকরা আবহাওয়া ও জলবায়ুর মডেলটি ব্যবহার করতে পারবেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম