প্রযুক্তি শিক্ষা : সাইবার সিকিউরিটি প্রোগ্রাম
আইটি ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চতুর্থ শিল্পবিপ্লবের এ যুগে দ্রুত পরিবর্তন হচ্ছে সাইবার সিকিউরিটির পরিদৃশ্য। নতুন রূপে আবির্ভূত হচ্ছে সাইবার হুমকিগুলো। প্রতিনিয়ত ছড়িয়ে দিচ্ছে নতুন চ্যালেঞ্জ। দক্ষ সাইবার সিকিউরিটি পেশাদারদের ঘাটতি এর অন্যতম কারণ। অবকাঠামো এবং তথ্যগুলো সাইবার হুমকি থেকে সুরক্ষিত রাখতে প্রয়োজন এ খাতের পেশাদার বিশেষজ্ঞ।
ডিজিটাল সমাজের বিকশিত এ চাহিদা মেটানোর অঙ্গীকারের প্রতীক হিসাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) চালু করছে এমএসসি ইন সাইবার সিকিউরিটি প্রোগ্রাম।
রাজধানীর ধানমন্ডির ড্যাফোডিল ভবন অডিটরিয়ামে শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে আগামী জানুয়ারির স্প্রিং সেমিস্টার থেকে এ কোর্সটি চালুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ প্রোগ্রামটি আইটি এবং নন-আইটি উভয় পটভূমির ছাত্রছাত্রীদের জন্য ডিজাইন করা হয়েছে। যাতে করে তারা সাইবার নিরাপত্তা বিষয়ে নিজেদের তৈরি করে বিভিন্ন ক্ষেত্রে দেশের কাজে আসতে পারে। কোর্সগুলো ইন্ডাস্ট্রি পেশাদার এবং বিশেষজ্ঞ অনুষদ সদস্যদের দ্বারা পরিচালিত হয়, এটি নিশ্চিত করে যে, প্রদত্ত শিক্ষা বর্তমান এবং শিল্পসংশ্লিষ্ট। আমরা বিশেষায়িত সাইবার সিকিউরিটি ল্যাব এবং ব্যবহারিক ল্যাব কোর্স অফার করি।
আইটি পটভূমির ছাত্রছাত্রীদের জন্য প্রোগ্রামের মেয়াদ ১.৫ বছর (৩ সেমিস্টার) এবং নন-আইটি পটভূমির ছাত্রছাত্রীদের জন্য মেয়াদ বাড়িয়ে ২ বছর (৪ সেমিস্টার) করা হয়েছে। ছাত্রছাত্রীদের থিসিসভিত্তিক এবং প্রজেক্টভিত্তিক মাস্টার্স প্রোগ্রাম বেছে নেওয়ার সুবিধা রয়েছে। এ নমনীয়তা তাদের ক্যারিয়ার লক্ষ্য এবং আগ্রহ অনুসারে শিক্ষার অভিজ্ঞতা কাস্টমাইজ করার সুযোগ দেয়।
সংবাদ সম্মেলনে বিজ্ঞান তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেনসহ আরও উপস্থিত ছিলেন সফটওয়্যার প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. ইমরান মাহমুদ এবং এম এসসি ইন সাইবার সিকিউরিটির প্রোগ্রাম পরিচালক ও সহযোগী অধ্যাপক মো. মারুফ হাসান ও এসিসট্যান্ট প্রফেসর ড. শাপলা খানম প্রমুখ।
