Logo
Logo
×

আইটি বিশ্ব

বর্ষসেরা

গুগল প্লেতে ২০২৩-এর অ্যাপ ও গেম

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল প্রতি বছরের মতো এবারও সেরা অ্যাপ এবং গেমের তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় একটি ভয়েস অ্যাপ রয়েছে, সেটি যাদের মাতৃভাষা ইংরেজি নয়, তাদের ভাষার দক্ষতা উন্নত করতে সাহায্য করে। রয়েছে একটি ফ্যাশন অ্যাপ যা নতুন প্রজন্মের চাহিদা পূরণ করে। রয়েছে একটি সোশ্যাল মিডিয়াও, যার সম্পূর্ণ লক্ষ্য ব্যবহারকারীর নিরাপত্তা ও গোপনীয়তার দিকে।

লেভেল সুপারমাইন্ড নামে একটি অ্যাপকে সেরার স্বীকৃতি দেওয়া হয়েছে। এরা মানুষের ঘুম, শরীরচর্চা, বৌদ্ধিক বিকাশ ইত্যাদি নিয়ে জার্নাল তৈরি করে সাহায্য করে।

ব্যবহারকারীদের পছন্দে সেরার পুরস্কার পেয়েছে থেরাপি অ্যাপ থাপ।

এরকমই অনেক অ্যাপ ও গেমকে স্বীকৃতি দিয়েছে গুগল। এক নজরে দেখে নেওয়া যাক সেরার তালিকা-

২০২৩ সালের সেরা গেম : মনোপলি গো!

২০২৩ সালের ব্যবহারকারীদের পছন্দের গেম : সাবওয়ে সার্ফারস ব্লাস্ট

সেরা মাল্টিপ্লেয়ার : ১. কল অব ড্রাগন ২. রোড টু ভ্যালোর : এম্পায়ারস ৩. আনডন

বেস্ট পিক আপ অ্যান্ড প্লে : ১. ক্যাম্পফায়ার ক্যাট ক্যাফে ২. মাইটি ডুম ৩. মনোপলি গো!

বেস্ট ইন্ডিজ : ১. ব্লক হেডস : ডুয়াল পাজল গেমস ২. কুরুক্ষেত্র : অ্যাসেনসন ৩. ভ্যাম্পায়ার ভার্ভাইভারস

সেরা স্টোরি

১. হনকাই : স্টার রেল, ২. লস্ট ওয়ার্ডস : বিয়ড দ্য পেজ, ৩. মেমেন্টোমরি : এফকেআরপিজি

সেরা অনগোয়িং

১. ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া, ২. ইএ স্পোর্টস এফসিকিউ মোবাইল সকার, ৩. পোকেমন গো

প্লে পাসে সেরা : ১. লিনিয়া : অ্যান ইনারলাইট গেম ২. ম্যাজিক র‌্যাম্পেজ ৩. সিলি রয়েল-ডেভিল অ্যামংস্ট আস

সেরা মাল্টি-ডিভাইস গেম : কল অব ড্রাগনস

ট্যাবলেটের জন্য সেরা : ১. কল অব ড্রাগনস ২. ডুমসডে : লাস্ট সার্ভাইভরস ৩. ভাইজিং রাইজ

পিসিতে সেরা গুগল প্লে গেম : অ্যাসফাল্ট ৯ : লিজেন্ডস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম