|
ফলো করুন |
|
|---|---|
চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআইতে মাইক্রোসফটের কোনো মালিকানা নেই বলে দাবি করেছে সফটওয়্যার জায়ান্টটি। শুক্রবার মাইক্রোসফটের মুখপাত্র ফ্রাংক শ এই দাবি করেন। রয়টার্স।
ওপেনএআই-কোম্পানিটি অলাভজনক হলেও ২০১৯ সালে অলাভজনক মূল কোম্পানিটি অধীনস্থ মুনাফাদায়ক একটি কোম্পানি তৈরি করে এবং সেখানে মাইক্রোসফটের মালিকানা ৪৯ শতাংশ। অথচ কোম্পানিটির মুখপাত্র শ বলেছেন, মাইক্রোসফটের কোনো মালিকানাই নেই ওপেনএআইয়ে।
ফ্রাংক শ বলেন ‘আমাদের চুক্তির বিষয়বস্তু গোপনীয়, তবে উল্লেখ্য যে ওপেনএআইয়ের কোনো অংশেই মাইক্রোসফটের মালিকানা নেই, কেবল অর্জিত আয়েই আমাদের অংশীদারত্ব রয়েছে’। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোম্পানি ওপেনএআইয়ে মাইক্রোসফটের বিনিয়োগ রয়েছে, এ বিনিয়োগ একচেটিয়াভাবে যুক্তরাজ্যের বাজারে ক্ষতির মুখে পড়ার ঝুঁকি আছে কি না, সে বিষয়টি পর্যালোচনা করছে সিএমএ। কোম্পানি দুটির অংশীদারত্ব নিয়ে পৃথকভাবে তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্র ও অ্যান্টিট্রাস্ট কর্তৃপক্ষ। এ বিনিয়োগে অ্যান্টিট্রাস্ট আইনের লঙ্ঘন হয়েছে কিনা, তা মার্কিন ফেডারেল ট্রেড কমিশনও খতিয়ে দেখছে। তবে তদন্ত এখনো প্রাথামিক পর্যায়ে রয়েছে। এদিকে মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথ এক বিবৃতিতে বলেন, ‘একমাত্র যা বদলেছে, তা হলো এখন ওপেনএআইয়ের পরিচালনা পর্ষদে একটি ভোটাধিকার বিহীন পর্যবেক্ষকের পদ রয়েছে মাইক্রোসফটের।’
