Logo
Logo
×

আইটি বিশ্ব

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণে ইইউ’র আইন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ন্ত্রণে প্রথম আইন করল ইউরোপীয় ইউনিয়ন। এ আইনের বিষয়ে সম্মত হন ইইউ কর্মকর্তারা। ইউনিয়নভুক্ত ২৭টি দেশের কর্মকর্তারা দীর্ঘ ৩৬ ঘণ্টা আলোচনার পর এ আইনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছান। বিবিসি।

চ্যাটজিপিটি এবং ফেসিয়াল রিকগনিশনের মতো এআই প্রযুক্তিগুলো ব্যবহারের বিষয়ে আলোচনা হয় কর্মকর্তাদের মধ্যে। আইনটির ব্যাপারে সপ্তাহজুড়েই আলোচনা চলছিল ইউনিয়নে। তবে এখনো আইনটির বিষয়ে বিশদ বিবরণ দেননি তারা।

জানা গেছে, মানুষের অধিকার নিশ্চিত হবে এ আইন দ্বারা। আইনটিতে উঠে আসবে এআই-এর নিরাপদ ব্যবহারের বিষয়টিও।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম