যা জানতে চান
ইউটিউব মনিটাইজেশন পিন পাঠায় কীভাবে?
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তানভির মাহমুদ, ঢাকা
ইউটিউব কোনো পিন পাঠায় না। ইউটিউব বিজ্ঞাপন নেয় এডসেন্স থেকে। এডসেন্স বিজ্ঞাপন নেয়, গুগল এডস থেকে। মনিটাইজেশন পাওয়ার পর যখন আপনার আয় ১০ ডলার হবে কিংবা তার বেশি হবে এবং সেই টাকা মাসের ১১-১৫ তারিখ আপনার চ্যানেল থেকে এডসেন্সে ইন হওয়ার পর এডসেন্স আপনার ল্যান্ডমার্ক বা লোকেশন ভ্যারিফাই করার জন্য পিন পাঠানোর একটা রিকোয়েস্ট অপশন খুলে দেবে। পিন ভ্যারিফাই না হওয়া পর্যন্ত আপনি টাকা/ ডলার উত্তোলন করতে পারবেন না।
আপনার ঠিকানায় চিঠি এলে, সেই চিঠির খামের ভিতরের অংশে একটা নাম্বার প্রিন্ট করা থাকে। সেটা আডসেন্সে বসিয়ে দিলেই কাজ শেষ।
ওসিকুল মিল্লাত পান্না, ঢাকা
