Logo
Logo
×

আইটি বিশ্ব

দুবাইয়ের ভেঞ্চার ক্যাপিটাল উপদেষ্টা বাংলাদেশের আশিকুল

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাংলাদেশের শীর্ষ বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন সেঞ্চুরি ওক স্টুডিও-এর উপদেষ্টা হিসাবে নিযুক্ত হয়েছেন। দুবাইভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল সেঞ্চুরি ওক ভেঞ্চারের নতুন উদ্যোগ হচ্ছে সেঞ্চুরি ওক স্টুডিও। সেঞ্চুরি ওক স্টুডিও হলো ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম যা স্টার্টআপদের ক্ষমতায়নে ব্যাপক সহায়তা প্রদান করে থাকে। প্রতিষ্ঠানটি স্টার্টআপদের প্রাথমিক রাউন্ড থেকে তহবিল, ফুল-স্ট্যাক প্রযুক্তিগত অবকাঠামো, আর্থিক পরিষেবা এবং কৌশলগত বিপণন নির্দেশিকা প্রদান করে। সেঞ্চুরি ওক স্টুডিও স্টার্টআপদের দীর্ঘমেয়াদি বৃদ্ধি এবং সাফল্য অর্জনে সহায়তা করে থাকে।‘সেঞ্চুরি ওক স্টুডিওতে উপদেষ্টা হিসাবে যোগ দিতে পেরে আমি সম্মানিত’, বলেন আশিকুল আলম খাঁন। তিনি আরও বলেন, ‘তাদের প্রতিশ্রুতি, কাজের পরিবেশ এবং উদ্ভাবনী ধারণার সঙ্গে আমার দক্ষতার পুরোপুরি মিল রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম