Logo
Logo
×

আইটি বিশ্ব

বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পথে চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন কোম্পানি এমন এক প্রকল্পের ঘোষণা দিয়েছে যার মাধ্যমে প্রায় ৬০ লাখ বাড়িতে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এ সৌরবিদ্যুৎ প্রজেক্ট ছোট আকারের কোনো দেশে বিদ্যুৎ সরবরাহ করার মতো সক্ষম। আট গিগাওয়াট এ কারখানার সক্ষমতা যুক্তরাজ্যের সামগ্রিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেকেরও বেশি। প্রায় এক হাজার কোটি ডলারেরও বেশি খরচে উত্তর চীনের ‘ইনার মঙ্গোলিয়া’ অঞ্চলে হতে যাওয়া এ প্রকল্প থেকে বিদ্যুৎ পৌঁছাবে বেইজিং, তিয়ানজিন ও হেবেইয়ের সমন্বয়ে গঠিত শহুরে অঞ্চল ‘জিং-জিন-জি’তে।

এ সমন্বিত বিদ্যুৎ প্রকল্পে একটি চার গিগাওয়াটের বায়ুবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, চার গিগাওয়াটের কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ও দুইশ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাও থাকবে। পাশাপাশি, সাইটে আরও পাঁচ গিগাওয়াট আওয়ার বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থাও থাকবে।

এ বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করবে চীনের ‘থ্রি জর্জেস রিনিউএবলস গ্রুপ’। চলতি বছরের সেপ্টেম্বর থেকে নির্মাণকাজ শুরু হবে। চালু হতে পারে ২০২৭ সালের জুন মাস নাগাদ। চীনের উত্তর-পশ্চিমাংশে অবস্থিত জিনজিয়াং প্রদেশে পাঁচ গিগাওয়াট আওয়ার সক্ষমতাওয়ালা বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র চালুর কয়েক সপ্তাহ পরই এ নতুন কারখানা নির্মাণের ঘোষণা এলো। বিদ্যুৎকেন্দ্রটি এক মরুভূমি অঞ্চলে দুই লাখ একর জায়গাজুড়ে বিস্তৃত, যা আয়তনে নিউইয়র্ক শহরের সমান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম