বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র
আইটি ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের পথে চীন। দেশটির রাষ্ট্রায়ত্ত বিদ্যুৎ উৎপাদন কোম্পানি এমন এক প্রকল্পের ঘোষণা দিয়েছে যার মাধ্যমে প্রায় ৬০ লাখ বাড়িতে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এ সৌরবিদ্যুৎ প্রজেক্ট ছোট আকারের কোনো দেশে বিদ্যুৎ সরবরাহ করার মতো সক্ষম। আট গিগাওয়াট এ কারখানার সক্ষমতা যুক্তরাজ্যের সামগ্রিক সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতার অর্ধেকেরও বেশি। প্রায় এক হাজার কোটি ডলারেরও বেশি খরচে উত্তর চীনের ‘ইনার মঙ্গোলিয়া’ অঞ্চলে হতে যাওয়া এ প্রকল্প থেকে বিদ্যুৎ পৌঁছাবে বেইজিং, তিয়ানজিন ও হেবেইয়ের সমন্বয়ে গঠিত শহুরে অঞ্চল ‘জিং-জিন-জি’তে।
এ সমন্বিত বিদ্যুৎ প্রকল্পে একটি চার গিগাওয়াটের বায়ুবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা, চার গিগাওয়াটের কয়লাচালিত বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা ও দুইশ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ উৎপাদন ব্যবস্থাও থাকবে। পাশাপাশি, সাইটে আরও পাঁচ গিগাওয়াট আওয়ার বিদ্যুৎ সংরক্ষণ ব্যবস্থাও থাকবে।
এ বিদ্যুৎকেন্দ্র পরিচালনা করবে চীনের ‘থ্রি জর্জেস রিনিউএবলস গ্রুপ’। চলতি বছরের সেপ্টেম্বর থেকে নির্মাণকাজ শুরু হবে। চালু হতে পারে ২০২৭ সালের জুন মাস নাগাদ। চীনের উত্তর-পশ্চিমাংশে অবস্থিত জিনজিয়াং প্রদেশে পাঁচ গিগাওয়াট আওয়ার সক্ষমতাওয়ালা বিশ্বের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎকেন্দ্র চালুর কয়েক সপ্তাহ পরই এ নতুন কারখানা নির্মাণের ঘোষণা এলো। বিদ্যুৎকেন্দ্রটি এক মরুভূমি অঞ্চলে দুই লাখ একর জায়গাজুড়ে বিস্তৃত, যা আয়তনে নিউইয়র্ক শহরের সমান।
