Logo
Logo
×

চাকরির খোঁজ

স্বপ্ন পূরণের সারথি

Icon

বেনজির আবরার

প্রকাশ: ০২ মে ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

২৫টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশি ও বাংলাদেশের ৬৪ জেলার ৫০ হাজার তরুণ-তরুণীকে নিয়ে টানা ৯০ দিনব্যাপী এক একটি ব্যাচের মাধ্যমে উদ্যোক্তা তৈরির অনলাইন কর্মশালা করে চলেছেন তিনি। এবার নিয়ে পাঁচটি ব্যাচ শেষ হল। ইকবাল বাহার নাম তার। বললেন নিজে স্বপ্ন দেখি ও তরুণদের স্বপ্ন দেখাই- এটা আমার সামাজিক দায়বদ্ধতা, যা আমি কোনো ধরনের পারিশ্রমিক ছাড়া করি এবং প্রতিদিন ২ ঘণ্টা সময় ব্যয় করি এ কাজে।

বিরতিহীনভাবে গত ৪৮০ দিন ধরে টানা ৫টি ব্যাচের মাধ্যমে চলেছে এ অনলাইন কর্মশালা। একদিনের জন্যও আমাদের এ কর্মশালা বন্ধ ছিল না। শুক্রবার, শনিবার, সরকারি ছুটি এমনকি ঈদের দিনও আমরা সেশন করেছি।

এটা সারা বিশ্বে একটি ইতিহাস, এত লম্বা এবং টানা ৯০ দিনের কোনো কর্মশালা পৃথিবীতে কেউ কোনোদিন করেনি। পিলে চমকে ওঠার মতো তথ্য। তিনি শুধু দেখাননি কীভাবে স্বপ্নকে বাস্তবায়ন করতে হয়, তা শিখিয়েছেন টানা ৯০ দিন ধরে এক একটি ব্যাচে।

আরও বললেন, ৯০ দিন ধরে আমি শুধু উদ্যোক্তা হওয়ার সব কলা-কৌশল শিখাইনি, শিখিয়েছি কীভাবে একজন ভালো মানুষ হয়ে বুক ফুলিয়ে বেঁচে থাকতে হয়, কীভাবে সমাজের জন্য ও দেশের জন্য কাজ করতে হয় এবং সফল হতে হলে দরকার মা-বাবার দোয়া।

এ প্রজেক্টের নাম নিজের বলার মতো একটি গল্প। লক্ষ্য আগামী ২ বছরের মধ্যে ১০০,০০০ মানুষের কর্মসংস্থান তৈরি করা অন্তত ৩০০০ উদ্যোক্তা হওয়ার মধ্য দিয়ে। ‘চাকরি করব না চাকরি দেব’ এ মন্ত্রে উদ্বুদ্ধ তার পুরো দল।

১৮ থেকে ৪০ বছরের যে কেউ অনলাইনে এ অনলাইন কর্মশালায় যুক্ত হতে পারেন এই পেইজে https://www.facebook.com/Iqbalbahar28/ এখন মোট প্রশিক্ষণার্থীর সংখ্যা ১০০,০০০। ইনশাল্লাহ চলবে যতদিন আমি বেঁচে থাকব, জানালেন তিনি। সাফল্যও অনেক বড়, প্রায় ৬০০ জন উদ্যোক্তা হওয়ার জন্য ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন। যারা বিজনেস বন্ধ করে দিয়েছিলেন তারা আবার শুরু করেছেন, যারা আগে শুরু করা বিজনেসে ভালো করছিলেন না তারা এখন আলোর মুখ দেখতে শুরু করেছেন এবং অনেকে ভেবেছিলেন জীবনে চাকরি করা ছাড়া তাকে দিয়ে আর কিছু সম্ভব নয়, তিনিও চাকরি ছেড়ে উদ্যোক্তা হওয়ার কথা ভাবছেন, কেউ কেউ শুরু করে দিয়েছেন।

যারা স্বপ্ন দেখেন নিজে কিছু একটা করতে চান, পরিশ্রম করতে চান, যাদের কোনো তাড়াহুড়া নেই ও নিজের জীবনটাকে বদলাতে চান, আমরা শুধু তাদের নিয়ে কাজ করছি এ প্রজেক্টে। ইকবাল বাহার বললেন, আমাদের সঙ্গে কাজ শেখার জন্য সবচেয়ে বড় যোগ্যতা হল- আপনি একজন ভালো মানুষ।

৯০ দিনের কর্মশালাটি হচ্ছে অনলাইনে প্রতিদিন। পুরো প্রকল্পটি করা হচ্ছে ‘বিনা ফি’ তে অর্থাৎ প্রশিক্ষণার্থীদের থেকে কোনো টাকা দেয়া লাগছে না যেহেতু এটা আমার সামাজিক কাজের অংশ। ইকবাল বাহার বর্তমানে সিইও ও ডিরেক্টর হিসেবে আছেন অপটিম্যাক্স কমিউনিকেশান লিমিটেড। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন তিনি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম