যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন
দেশে চলমান উন্নয়ন সমৃদ্ধির বড় অংশীদার যুগান্তর
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দৈনিক যুগান্তর প্রধানতম পত্রিকা হিসেবে দেশে চলমান উন্নয়ন ও সমৃদ্ধির বড় অংশীদার। যুগান্তর একদিকে যেমন জনমানুষের জীবন ও সংকটের খবর পাঠক সমাজের সামনে সাবলীলভাবে তুলে ধরে তেমনি দেশের স্বার্থে বহু অসঙ্গতির খবরও প্রকাশ করে। রাজশাহীতে পালিত হয়েছে দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন। দৈনিক যুগান্তরের রাজশাহী ব্যুরো প্রধান আনু মোস্তফার সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ব্যুরোর যুগান্তর প্রতিবেদক তানজিমুল হক।
রাসিক মেয়র লিটন আরও বলেন, রাজশাহীসহ দেশের চলমান উন্নয়নে দৈনিক যুগান্তর মানুষের সঙ্গে থাকবে ও তাদের সাহসী ভূমিকা অব্যাহত থাকবে। এ সময় তিনি গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার তৌহিদুল ইসলাম, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (আরইউজে) সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি তৈয়বুর রহমান, প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, বিশিষ্ট ফটো সাংবাদিক আজাহার উদ্দিন, যমুনা টিভির ক্যামেরা পার্সন আব্দুল জাবীদ অপু, সাংবাদিক আনিসুজ্জামান, সুব্রত দাস, রিমন রহমান, ফেরদৌস সিদ্দিকী, যুগান্তর রাজশাহী ব্যুরোর মার্কেটিং প্রতিনিধি শরিফুল ইসলাম, ফটো সাংবাদিক আজম খান প্রমুখ। সংশ্লিষ্টরা দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।
