Logo
Logo
×

২২ বছরে যুগান্তর

পাঠকের অন্তরে যুগ যুগ ধরে থাকবে যুগান্তর

-সাগুফতা ইয়াসমিন এমিলি

Icon

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি বলেছেন, পাঠকের অন্তরজুড়ে যুগ যুগ বেঁচে থাকবে যুগান্তর। সত্য প্রকাশে অবিচল থেকে সাহসিকতার সঙ্গে দীর্ঘ ২১ বছর ধরে পথ চলছে অন্যায়ের সঙ্গে আপসহীন যুগান্তর। একজন সৎ ও সাহসী ব্যক্তি নুরুল ইসলামের হাত ধরে যুগান্তর বস্তুনিষ্ঠতার কারণে পাঠকপ্রিয় হয়েছে। তবে দেশের শীর্ষ এ শিল্প উদ্যোক্তার অসময়ে চলে যাওয়ায় দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। যুগান্তরের কারণেই নুরুল ইসলাম থাকবেন পাঠকের অন্তরজুড়ে। শুক্রবার যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ অডিটরিয়ামে কোরআনখানি, মিলাদ, দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুফতা ইয়াসমিন এমিলি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বজন সমাবেশের সভাপতি মো. বিল্লাল হোসেন হাওলাদার সভাপতিত্ব করেন। যুগান্তর প্রতিনিধি শেখ সাইদুর রহমান টুটুল ও স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক মজনু মীর্জার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, লৌহজং উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওসমান গনি তালুকদার, আব্দুর রশিদ মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, যুগ্ম সম্পাদক বিএম শোয়েব সিআইপি, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মেহেদি হাসান, লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হক, উপাধ্যক্ষ মো. শহিদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তোপাজ্জল হোসেন তপন, মো. জাকির হোসেন বেপারী, মো. নোমান মিয়া, মো. রুহুল আমিন মোড়ল, আবু ফায়সাল নিপু ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, খান নজরুল ইসলাম হান্নান, মো. কামরুজ্জামান, সাংবাদিক মো. মাসুদ খান, মো. মনির হোসেন মাস্টার, মো. রফিকুল ইসলাম মোল্লা, মো. আবুল কালাম আজাদ, মো. আবুল বাসার খান, এইচএম আজিজুল হক, মো. কামরুজ্জামান অরুন, শাহানা নাসরিন, মো. শামীম মোড়ল, মো. মিজানুর রহমান মোল্লা, মো. আবু নাসের রতন, মো. রনজু মোল্লা, মো. মোস্তফা কামাল, মো. মাসুম আহাম্মেদ পিন্টু, মো. মিঠুন মোড়ল, মো. সাগর প্রমুখ।

 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম