Logo
Logo
×

শেষ পাতা

১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড: ধানমণ্ডিতে ধোঁয়ায় দমবন্ধ হয়ে নারীর মৃত্যু

দুই শিশুসহ আহত ৩

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৯, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

১৪ তলা ভবনে অগ্নিকাণ্ড: ধানমণ্ডিতে ধোঁয়ায় দমবন্ধ হয়ে নারীর মৃত্যু

রাজধানীর ধানমণ্ডিতে শনিবার একটি বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে জামিলা কুটি (৬৫) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। এছাড়া এক নারী ও দুই শিশু আহত হয়েছে। আহতরা হল- সেলিনা বেগম, প্রমি (৯) ও শাহেদা (৮)।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমণ্ডি ৬/এ সড়কে ঈদগাহ মাঠের পাশের ১৪ তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা সকাল সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

ধানমণ্ডি মডেল থানার এসআই রুবেল আজাদ জানান, ভবনের অষ্টম তলায় পিজি হাসপাতালের চিকিৎসক অধ্যাপক আশরাফুন নেসার বাসার গৃহকর্মী জামিলা আগুনের ঘটনা শুনে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে চতুর্থ তলার সিঁড়িতে ধোঁয়ায় অচেতন হয়ে পড়েন। সেখান থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক আশরাফুন নেসা জানান, তার বাসায় জামিলা এক মাস ধরে কাজ করছিল। তার শরীরে আগুন লাগার কোনো চিহ্ন নেই। মনে হচ্ছে- প্রচণ্ড ধোঁয়ার কারণে অথবা হার্ট অ্যাটাক করে জামিলা মারা গেছে। তিনি আরও বলেন, ধোঁয়ায় তার (আশরাফুন নেসা) শাশুড়ি সেলিনা বেগমের শ্বাসকষ্ট দেখা দিয়েছে। তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ধানমণ্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম জানান, আহত সবাইকে হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা জামিলাকে মৃত ঘোষণা করেন। প্রচণ্ড ধোঁয়ায় দমবন্ধ হয়ে তিনি মারা গেছেন। জামিলার বাড়ি গাইবান্ধার কচুয়া গ্রামে। আগুনে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটটির মালিক হেমায়েত উল্লাহ।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. সোহেল জানান, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষ বলা যাবে। তবে ভবনের স্টাফ রনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট (সকেট) থেকে আগুনের ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম