Logo
Logo
×

শেষ পাতা

ইতালিতে সরকারি সফর: প্রধানমন্ত্রী দেশে ফিরছেন আজ

Icon

বাসস

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

ইতালিতে সরকারি সফর: প্রধানমন্ত্রী দেশে ফিরছেন আজ

শেখ হাসিনা। ফাইল ছবি

ইতালিতে ৪ দিনের সরকারি সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পথে রওনা হয়েছেন। প্রধানমন্ত্রী এবং তার সফর সঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান ইতালির স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে মিলান মালপেঁসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেছে।

ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। দুবাই হয়ে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবার সকাল ৮টার দিকে বিমানটির অবতরণ করার কথা রয়েছে। ইতালির রাজধানী রোম থেকে বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রী মিলান পৌঁছান। 

ইতালির প্রধানমন্ত্রী জিওসিপে কঁতের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ দিনের সরকারি সফরে মঙ্গলবার রোম পৌঁছান। ইতালি সফরকালে দেশটি প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন পালাজো চিগিতে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং 
মধ্যাহ্ন ভোজে অংশ নেন। এর 

আগে তিনি রোমের ভায়া ডেল অ্যান্টারাইড এলাকায় বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন। অপরাহ্নে ইতালির ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। পার্কো দ্য প্রিনসিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পাতে বাংলাদেশের রাষ্ট্রদূত আয়োজিত নৈশভোজে প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে ভ্যাটিক্যান সিটিতে তিনি সাক্ষাৎ করেন। মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের ইতালি শাখার উদ্যোগে 

পার্কো দ্য প্রিনসিপি গ্র্যান্ড হোটেল অ্যান্ড স্পাতে আয়োজিত এক সংবর্ধনাতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন। 

দেশটি সফরকালে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্থায়ী প্রত্যাবাসন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিসহ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অব্যাহত সমর্থন কামনা করেন। রোহিঙ্গা ইস্যুতে সমর্থন দেয়ার জন্য ইতালি ও ইউরোপীয় ইউনিয়নকে তিনি ধন্যবাদ জানান।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম