খুলনার রাষ্ট্রায়ত্ত স্টার জুট মিলে প্রকল্প প্রধান ২ জন!
বরখাস্তের পরও বাংলো ও গাড়ি ব্যবহার
খুলনা ব্যুরো
প্রকাশ: ১৬ মার্চ ২০১৮, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
খুলনার দিঘলিয়ায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত স্টার জুট মিলে এখন একসঙ্গে দু’জন প্রকল্প প্রধান অবস্থান করছেন। কোটি টাকার দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া প্রকল্প প্রধান ও বিজেএমসির উপ-মহাব্যবস্থাপক আহসান কবীর মিলের বাংলো ছাড়ছেন না। এমনকি নিয়মবহির্ভূতভাবে তিনি মিলের গাড়ি ব্যবহার করছেন। এদিকে আহসান কবির বরখাস্তের পর প্রকল্প প্রধান হিসেবে যোগদান করেছেন এএম ফজলুর রশীদ। তবে মিলের বাংলোয় থাকতে না পারায় প্রতিষ্ঠানটি পরিচালনা এবং নিরাপত্তা বিধানে সমস্যায় পড়তে হচ্ছে নতুন প্রকল্প প্রধানকে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে বলে বিজেএমসির পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার মিলে গিয়ে দুই প্রকল্প প্রধানের অবস্থানের সত্যতা মেলে। দুপুর ১২টায় মিলের প্রশাসনিক ভবনের দোতলায় কথা হয় সদ্য যোগদান করা মিলের প্রকল্প প্রধান এএম ফজলুর রশীদের সঙ্গে। এরপর মিলের প্রকল্প প্রধানের আবাসিক ভবনে গিয়ে সাক্ষাৎ হয় দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া প্রকল্প প্রধান আহসান কবীরের সঙ্গে। সাময়িক বরখাস্ত হওয়ার পরও আহসান কবীর প্রতিদিন মিলের একটি গাড়ি নিয়ে তার সন্তানদের স্কুলে পাঠান বলে তথ্য পাওয়া গেছে।
জানা যায়, স্টোরের মাল ক্রয়, পাট ক্রয়ে দুর্নীতি এবং অবৈধভাবে শ্রমিক-কর্মচারী নিয়োগের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি স্টার জুট মিলের দায়িত্বরত প্রকল্প প্রধান আহসান কবীর, পাট ক্রয় কর্মকর্তা চান মিয়া, ভাণ্ডার ক্রয় কর্মকর্তা ফেরদৌসকে সাময়িক বরখাস্ত করে বিজেএমসি। এর আগে আহসান কবীর যশোরের জেজেআই মিলে চাকরিরত অবস্থায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন। তিনি ২০১৭ সালের ১৮ মে স্টার জুট মিলের দায়িত্বভার নেন। মাত্র চার মাসের মাথায় ২৪ সেপ্টেম্বর তাকে চট্টগ্রামে বদলি করার নির্দেশ দেয়া হয়। বদলির পরের দিন ২৫ সেপ্টেম্বর মিলটির দায়িত্ব দেয়া হয় এএম ফজলুর রশীদকে। ওই সময় আহসান কবীর মিলের আবাসনে বসেই তদবির করে তার বদলি আদেশ প্রত্যাহার করিয়ে ১৪ দিনের মাথায় পুনরায় দায়িত্ব গ্রহণ করেন। সর্বশেষ চলতি বছরের ২০ ফেব্রুয়ারি তাকে সাময়িক বরখাস্তের পরও তিনি মিলের বাংলো ত্যাগ করেননি। এমনকি সন্তানদের খালিশপুরের এলিজাবেথ স্কুলে পাঠানোর জন্য মিলের একটি গাড়িও তিনি ভিন্ন নামে রিকুইজিশন নিয়ে ব্যবহার করছেন।
এ বিষয়ে মিলের বর্তমান প্রকল্প প্রধান এএম ফজলুর রশীদ যুগান্তরকে বলেন, ‘মিলে ২৪ ঘণ্টা কাজ চলে। তাই আমার মিল চত্বরে থাকা দরকার। কিন্তু মিলের আবাসনে থাকতে না পারায় মিল পরিচালনা এবং নিরাপত্তাজনিত সমস্যা হচ্ছে। বিষয়টি বিজেএমসি কর্তৃপক্ষকে জানিয়েছি।’
জানতে চাইলে সাময়িক বরখাস্ত হওয়া প্রকল্প প্রধান আহসান কবীর বলেন, ‘মিলের আবাসন ত্যাগ করার জন্য কোনো নোটিশ পাইনি।’ গাড়ির বিষয়ে তিনি শুধু এটুকু বলেন, ‘আমার সন্তান অসুস্থ।’ প্রকল্প প্রধানের বাংলো না ছাড়ায় মিলের সার্বিক কার্যক্রম পরিচালনায় সমস্যার বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু বলতে পারব না।’
বিজেএমসির সচিব সালেহ উদ্দীন আহমেদ যুগান্তরকে বলেন, শিগগিরই স্টার জুট মিলের প্রকল্প প্রধানের বাংলো নিয়ে সমস্যার সমাধান হবে। আহসান কবীর যে মিলের গাড়ি ব্যবহার করছেন তা তিনি জানতেন বলে স্বীকার করেছেন।
