Logo
Logo
×

শেষ পাতা

করোনার ধাক্কা: প্রশিক্ষণার্থীদের জন্য সাড়ে ১৩ লাখ ডলার দিচ্ছে এডিবি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনার ধাক্কা: প্রশিক্ষণার্থীদের জন্য সাড়ে ১৩ লাখ ডলার দিচ্ছে এডিবি

প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থান বিনিয়োগ কর্মসূচির (এসইআইপি) আওতায় ১ দশমিক ৩৪ মিলিয়ন বা ১৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।
 

চলমান প্রশিক্ষণ থেকে কেউ যাতে বাদ না পড়ে এজন্য এ আর্থিক সহায়তা। বৃহস্পতিবার এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
 

এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ বলেন, বর্তমানে ২২ হাজার ৬১৯ জন প্রশিক্ষণার্থী রয়েছেন। প্রত্যেকে এককালীন সহায়তা হিসেবে ৫ হাজার টাকা পাবেন।

মনমোহন প্রকাশ আরও বলেন, কোভিড-১৯ মহামারীটি প্রশিক্ষণার্থীদের জীবিকা নির্বাহের ওপর বিরূপ প্রভাব ফেলেছে এবং এ সহায়তা প্রশিক্ষণার্থীদের দরিদ্র পরিবার থেকে তাদের প্রশিক্ষণ চালিয়ে যেতে সহায়তা করবে।
 

দীর্ঘকালীন কোভিড-১৯ লকডাউনের কারণে তাদের বাদ পড়ার সম্ভাবনা থেকে যায়। আমরা সরকারের কাছে অনুরোধ করেছি তাদের সময়মতো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এ অর্থ হস্তাস্তর করার জন্য।

এডিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম