Logo
Logo
×

শেষ পাতা

করোনায় প্রণোদনা প্যাকেজ: অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংক গঠন করবে পৃথক তহবিল

সুদ বাবদ সরকার ভর্তুকি দেবে ২৭৫০ কোটি টাকা * শিগগির আসছে নীতিমালা

Icon

মিজান চৌধুরী

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

করোনায় প্রণোদনা প্যাকেজ: অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংক গঠন করবে পৃথক তহবিল

ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে দেশের অর্থনৈতিক স্থবিরতা কাটাতে পৌনে ৭৩ হাজার কোটি টাকা প্যাকেজের মধ্যে ৬৭ হাজার ৭৫০ কোটি টাকার অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক। এ জন্য গঠন করা হবে পৃথক তহবিল। আর প্যাকেজের বাকি ৫ হাজার কোটি টাকা দেয়া হবে চলতি অর্থবছরের (২০১৯-২০) বাজেট থেকে।

পাশাপাশি প্যাকেজের ঋণের বিপরীতে সুদ বাবদ ৫ হাজার ৫০০ কোটি টাকার মধ্যে সরকার ভর্তুকি হিসেবে দেবে ২ হাজার ৭৫০ কোটি টাকা এবং বাকি ২ হাজার ৭৫০ কোটি টাকা পরিশোধ করবেন শিল্পোদ্যোক্তারা। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য।

অর্থ সচিব আবদুর রউফ তালুকদার প্যাকেজ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে বলেছেন, এই প্যাকেজের আওতায় দেশের বড়, মাঝারি, ক্ষুদ্র শিল্প ও সেবাসহ মৎস্য, ডেইরি, পোলট্রি খাতও তাদের চলতি মূলধন হিসেবে ঋণ গ্রহণ করতে পারবে। মূলত ৪-৬ মাসের জন্য এই ঋণ দেয়া হবে। ওই সময়ের মধ্যে প্যাকেজের অর্থ ফেরত দিয়ে নতুনভাবে আবার ঋণ নিতে পারবেন। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক এই প্যাকেজের ব্যবহারের নীতিমালা করবে, যাতে সুষ্ঠুভাবে এটি বাস্তবায়ন করা যায়।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে দেশের অর্থনীতিতে স্থবিরতা নেমে এসেছে। ক্ষুদ্র, মাঝারি ও বড়সহ সব শ্রেণির উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ক্ষতি পুষিয়ে নিতে রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬৭ হাজার ৭৫০ কোটি টাকার নতুন প্যাকেজ ঘোষণা দিয়েছেন। এর আগে রফতানিমুখী শিল্পের জন্য পৃথকভাবে ৫ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছিলেন। সব মিলিয়ে প্যাকেজের আকার এ পর্যন্ত দাঁড়িয়েছে ৭২ হাজার ৭৫০ কোটি টাকা।

প্যাকেজ ঘোষণার পর এ নিয়ে কাজ শুরু করেছে অর্থ মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংক, বিশেষ করে এ অর্থের ব্যবহার, উপকারভোগীর শ্রেণি, প্যাকেজ থেকে ঋণ নেয়া ও পরিশোধের সময়সহ বিভিন্ন দিকনির্দেশনা নিয়ে নীতিমালা করবে কেন্দ্রীয় ব্যাংক। এটি খুব শিগগির জারি করা হবে। এরপর প্যাকেজ বাস্তবায়নের কাজ শুরু করবে সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলো।

অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, পৌনে ৭৩ হাজার কোটি টাকার প্যাকেজের আওতায় যে ঋণ দেয়া হবে, সে ক্ষেত্রে সুদহার হবে ৯ শতাংশ। এর মধ্যে শিল্পঋণের ক্ষেত্রে ৪ দশমিক ৫ শতাংশ এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ক্ষেত্রে ৫ শতাংশ সুদ পরিশোধ করবে সরকার। এ জন্য ২ হাজার ৭৫০ কোটি টাকা ভর্তুকি দেয়া হবে। এর মধ্যে শিল্পঋণের সুদে ভর্তুকি ১ হাজার ৩৫০ কোটি টাকা, এসএমই ঋণের ভর্তুকির পরিমাণ হবে ১ হাজার কোটি টাকা এবং কেন্দ্রীয় ব্যাংকের ইডিএফ তহবিলের সুদের ভর্তুকি ৩১০ কোটি টাকা, বাকি ভর্তুকি দেয়া হবে প্যাকেজের অন্যান্য খাতে। অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা যুগান্তরকে জানান, ঋণের সুদ পরিশোধে সরকার ভর্তুকির টাকা পরিশোধ করবে চলতি বাজেট থেকে।

শিল্পঋণের জন্য ৩০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়। এর মাধ্যমে শিল্পোদ্যোক্তারা ঋণ গ্রহণ করতে পারবেন। তবে ঋণ দেয়া হবে মূলত শিল্পপ্রতিষ্ঠানের চলতি মূলধন হিসেবে। এ ক্ষেত্রে সুদহার হবে ৯ শতাংশ। শিল্পঋণের প্যাকেজের আওতায় সুদ বাবদ এক বছরের মধ্যে পরিশোধ করতে হবে ২ হাজার ৭০০ কোটি টাকা। এর মধ্যে ৪ দশমিক ৫ শতাংশ হিসাবে অর্ধেক ১ হাজার ৩৫০ কোটি টাকা শোধ করবে সরকার এবং বাকি অর্থ শোধ করবেন শিল্পোদ্যোক্তারা।

ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের জন্য ঘোষণা দেয়া হয়েছে ২০ হাজার কোটি টাকার প্যাকেজ। এ ক্ষেত্রেও ৯ শতাংশ হারে সুদ বাবদ আসবে ১ হাজার ৮০০ কোটি টাকা। এ ক্ষেত্রে সরকার ৫ শতাংশ সুদ পরিশোধ করবে। এতে ১ হাজার কোটি টাকা সরকার ও বাকি ৮০০ কোটি টাকা সুদ দেবে ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তারা।

ব্যাক টু ব্যাক এলসির আওতায় শিল্পের কাঁচামাল আমদানির জন্য বাংলাদেশ ব্যাংকের রফতানি ডেভেলপমেন্ট ফান্ড (ইডিএফ) সাড়ে ৩শ’ কোটি মার্কিন ডলার থেকে বাড়িয়ে ৫শ’ কোটি ডলারে উন্নীত করা হয়েছে। দেশীয় মুদ্রা তহবিলের আকার হচ্ছে ৪২ হাজার ৫শ’ কোটি টাকা। এতে নতুন যোগ হচ্ছে ১২ হাজার ৭৫০ কোটি টাকা। সুদের হার ২ দশমিক ৭৩ শতাংশ হিসাবে এই তহবিলে মোট সুদ আসে ১ হাজার ১৬০ কোটি ২৫ লাখ টাকা। কিন্তু সরকার সুদের হার দশমিক ৭৩ শতাংশ হ্রাস করে ২ শতাংশ নির্ধারণ করেছে। এতে সুদ খাতে হ্রাস পাবে ৩১০ কোটি টাকা। এটি ভর্তুকি হিসেবে সরকার পরিশোধ করবে। উল্লিখিত প্যাকেজ ছাড়াও বাংলাদেশ ব্যাংক প্রি-শিপমেন্ট ক্রেডিট রেফারেন্স স্কিম নামে ৫ হাজার কোটি টাকার একটি ঋণ সুবিধা চালু করবে। এই তহবিলের সুদের হার ৭ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া রফতানিমুখী শিল্পের জন্য আগেই ঘোষণা দেয়া হয়েছে ৫ হাজার কোটি টাকার প্যাকেজ।

এ ক্ষেত্রে শিল্পমালিকরা ২ শতাংশ সার্ভিস চার্জ দিয়ে এ ঋণের সুবিধা গ্রহণ করতে পারবেন।

করোনায় প্রণোদনা প্যাকেজ: অর্থায়নে কেন্দ্রীয় ব্যাংক গঠন করবে পৃথক তহবিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম