২৮ দিনে মারা গেলেন ২৬২ জন
করোনা উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২০, ০৬:০০ পিএম
প্রিন্ট সংস্করণ
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে দেশের বিভিন্ন স্থানে ২৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শনি ও রোববার মারা যান ১০ জন। তারা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা জানতে নমুনা সংগ্রহ করা হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
কুড়িগ্রাম : নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলায় করোনার উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশু এবং তাদের পরিবারের সদস্যের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু বক্কর সিদ্দিক জানান, রোববার ভোরে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের কুটি নাওডাঙ্গা গ্রামের ওই ৬ মাসের শিশু করোনা উপসর্গ নিয়ে মারা যায়।
ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা এসএম সায়েম জানান, ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের শাহীবাজার গ্রামে মারা যাওয়া ওই ৬ বছরের শিশু তীব্র জ্বরসহ খিঁচুনি ছিল।
রামগতি (লক্ষ্মীপুর) : রামগতিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ৫ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাড়ি লকডাউন করা হয়েছে। রোববার সকালে বাড়ি থেকে হাসপাতাল নেয়ার পথে শিশুর মৃত্যু হয়।
মারা যাওয়া শিশু উপজেলার চরকাদিরা ইউনিয়নের চরপাগলা গ্রামের ডাক্তারপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া রামগতিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় তার বাড়ি লকডাউন করা হয়েছে। শনিবার রাতে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
ফরিদপুর : সদরপুরে জ্বর, কাশি ও মাথা নিয়ে এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে মারা যায় সে। তার বাড়ি সদরপুরের সদর ইউনিয়নের পশ্চিম শ্যামপুরে।
শাহজাদপুর (সিরাজগঞ্জ) : শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের যমুনা নদীর দুর্গম চরাঞ্চল ঠুটিয়া গ্রামে রোববার সকালে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা গেছেন।
এ দিন দুপুরে জানাজা শেষে ওই গ্রামের কবরস্থানে বিশেষ ব্যবস্থায় তার দাফন করেন শাহজাদপুর উপজেলা করোনায় মৃত ব্যক্তির দাফন কমিটির স্বেচ্ছসেবী দলের সদস্য ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
ভোলা ও চরফ্যাশন : চরফ্যাশনের আমিনাবাদে রোববার করোনা উপসর্গ নিয়ে ৫০ বছর বয়সী এক নারী মারা গেছেন। তার সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট ছিল। ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম-সিদ্দিক জানিয়েছেন, কোভিড-১৯ আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে ওই নারীর নমুনা সংগ্রহ করে বরিশাল ল্যাবে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
নোয়াখালী : সেনবাগ উপজেলার ডুমুরুয়া ইউনিয়নে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে অজ্ঞাতনামা এক মাটিকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতের কোনো সময় ওই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত ঘরে তার মৃত্যু হয়।
এ সময় তার সঙ্গে থাকা সঙ্গীরা লাশ ফেলে পালিয়ে যায়। শনিবার সকালে নমুনা সংগ্রহ শেষে বিকালে বিশেষ ব্যবস্থায় লাশ দাফন করেছে স্থানীয় প্রশাসন।
ফেনী : দাগনভূঞায় বাজারে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রোববার সকালে দাগনভূঞায় পৌরসভার নামার বাজার এলাকার একটি ভাড়া বাসায় তার মৃত্যু হয়। তিনি দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের সেকান্তরপুর গ্রামের বাসিন্দা।
ঝিনাইদহ : ঝিনাইদহে ১৪ বছর বয়সের এক প্রতিবন্ধী শিশু মারা গেছে। জ্বর-সর্দি-কাশি উপসর্গ নিয়ে শনিবার বিকালে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গভীর রাতে মারা যায় সে। তার বাড়ি শৈলকুপা উপজেলার গোলকনগর গ্রামে।
