Logo
Logo
×

শেষ পাতা

প্রতিদিন বাতিল হচ্ছে বিপুলসংখ্যক নমুনা

রাজশাহীর পিসিআর মেশিনের কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১৮ মে ২০২০, ০৬:০০ পিএম

প্রিন্ট সংস্করণ

রাজশাহীর পিসিআর মেশিনের কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন

পলিমার্স চেইন রিঅ্যাকশান বা পিসিআর মেশিনই এখন পর্যন্ত করোনা শনাক্তের মূল যন্ত্র। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবের পিসিআর মেশিনটি ঠিকমতো কাজ করছে না। তাই প্রতিদিনই বাতিল হচ্ছে বিপুলসংখ্যক নমুনা। এতে শ্রম ও সময় দুটোই নষ্ট হচ্ছে। বাড়ছে করোনা বিস্তারের ঝুঁকি।

ল্যাব সংশ্লিষ্টদের দেয়া তথ্যে জানা যায়, ১ এপ্রিল চালুর পর রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের করোনা ল্যাবে ৫ হাজার ৬৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪৬৯টি নমুনা বাতিল বা ‘নো’ ফলাফল দিয়েছে। এই ল্যাবে বাতিল নমুনার শতকরা হার মোট পরীক্ষিত নমুনার প্রায় ২৪ শতাংশ। এমনকি একদিনে পরীক্ষিত ১৯৮টি নমুনার মধ্যে ৬৫টি নমুনা বাতিল হয়েছে কয়েকদিন আগে। বিষয়টি নিয়ে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জনদের পক্ষ থেকে আপত্তি ও অসন্তোষ জানিয়ে বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে ইতোমধ্যে কয়েকবারই চিঠি দেয়া হয়েছে। এরপরই ১১ মে বিভাগীয় করোনা প্রতিরোধ সমন্বয় কমিটির সভায় পিসিআর মেশিনটির ত্রুটির প্রসঙ্গটি আলোচনায় আসে। সেখানে সিদ্ধান্ত হয় সরবরাহকারী প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে মেশিনটিকে ত্রুটিমুক্ত করতে হবে। সে অনুযায়ী রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের পক্ষ থেকে ১৩ মে মেশিন সরবরাহকারী প্রতিষ্ঠান ওভার্সিজ মার্কেটিং কোম্পানিকে (ওএমসি) চিঠি দিয়েছে।

ল্যাব সংশ্লিষ্টরা আরও জানান, চালুর পর থেকে রাজশাহীর মেশিনটি চারবার আউট অব অর্ডার বা অচল হয়েছে। ফলে ৬ দিন করোনা টেস্ট বন্ধ রাখতে হয়। নমুনার চাপ বাড়ায় চলতি মাস থেকে দুই শিফটে করোনার ১৮৮টি নমুনার টেস্ট চালু হয়েছে। মেশিনটিতে দুই শিফটে করোনা পরীক্ষার সক্ষমতা রয়েছে কিনা সেটি স্থাপনের আগে যাচাই করা হয়নি। ঠিক সে কারণে সমস্যা হচ্ছে কিনা সেটাও যাচাই করে দেখা দরকার।

এদিকে রাজশাহীর মাঠ পর্যায়ের চিকিৎসক ও টেকনোলজিস্টরা বলছেন, ল্যাব সংশ্লিষ্টরা এতদিন বলে আসছিলেন মাঠ পর্যায়ে অদক্ষ টেকনোলজিস্ট দিয়ে নমুনা সংগ্রহের কারণে নমুনা বাতিল হচ্ছে। কিন্তু যেসব নমুনা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসা সন্দেহভাজনদের থেকে নেয়া হচ্ছে সেগুলোও বাতিল হচ্ছে। ঠিক এ কারণে রামেকের ভাইরোলজি বিভাগের চিকিৎসকরা এখন মনে করছেন পিসিআর মেশিনেই কোনো ত্রুটির কারণে এমনটা ঘটছে।

জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজের ভাইরোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. সাবেরা গুলনাহার বলেন, রাজশাহীর মেশিনটিতে কোনো সমস্যা আছে কিনা সেটা নিয়ে আমাদের কিছুটা সংশয় হচ্ছে। এটি সার্ভিসিংয়ের প্রয়োজনেও হতে পারে। এ কারণে সরবরাহকারী প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে দ্রুত সময়ে চেক করে দেখতে অনুরোধ করা হয়েছে। অধিদফতরকেও সমস্যাটির বিষয়ে অবহিত করা হয়েছে।

নমুনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম